• রবিবার, ১৬ মার্চ ২০২৫ | ১৬ চৈত্র ১৪৩১ | ১৬ শাওয়াল ১৪৪৬
ট্রেনের অাগাম টিকেট রবি থেকে

ট্রেনের অগ্রিম টিকেট কেনার সেবা দিচ্ছে মোবাইল অপারেটর রবি

সংরক্ষিত ছবি

বিজ্ঞান ও প্রযুক্তি

ট্রেনের অাগাম টিকেট রবি থেকে

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২৮ মে, ২০১৮

ডিজিটাল পেমেন্ট সিস্টেম রবি ক্যাশের মাধ্যমে ট্রেনের অগ্রিম টিকেট কেনার সেবা দিচ্ছে মোবাইল অপারেটর রবি। এ সুবিধা ব্যবহার করে ঈদের ছুটিতে স্বাচ্ছন্দ্যে কেনা যাবে ট্রেনের টিকেট।

রবি সংযোগ থেকে *১৩১# ডায়াল করে টিকেট বুক করতে হবে। এরপর একটি সহজ প্রক্রিয়ার মাধ্যমে যাত্রার তারিখ, যাত্রা শুরুর স্টেশন, গন্তব্য স্টেশন, ট্রেনের নাম, শ্রেণি ও কাঙ্ক্ষিত সিট সম্পর্কিত তথ্য সরবরাহ করতে হবে।

টিকেট বুকিং প্রক্রিয়া শেষে বুকিং কোডসহ গ্রাহক সঙ্গে সঙ্গে একটি এসএমএস পাবেন যাতে টিকেটটি কেনার জন্য টাকার পরিমাণও উল্লেখ থাকবে। এসএমএস পাওয়ার ৩০ মিনিটের মধ্যে রবির যেকোনো ক্যাশ পয়েন্টে টিকেটের মূল্য পরিশোধ করা যাবে। এ ছাড়া গ্রাহকরা পুরো প্রক্রিয়াটি এজেন্ট পয়েন্টগুলোর সহায়তায়ও সম্পন্ন করতে পারবেন।

মূল্য পরিশোধ করার পর গ্রাহক এসএমএসে একটি ই-টিকেট নম্বর পাবেন যা স্টেশনের কম্পিউটার কাউন্টারে দেখিয়ে প্রিন্ট টিকেট সংগ্রহ করতে হবে। দেশের ৫২টি রেলস্টেশনে এই ই-টিকেট পাওয়া যাবে।

রবি জানিয়েছে, প্রতিটি আসনের জন্য ২০ টাকা সার্ভিস চার্জ প্রদান করতে হবে। সপ্তাহের সাত দিন সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত টিকেট কেনা যাবে। যাত্রার সর্বোচ্চ ১০ দিন আগে থেকে টিকেট কেনার সুযোগ পাবেন গ্রাহকরা। বিজ্ঞপ্তি

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads