টেলিগ্রাম বন্ধে অ্যাপলের সহায়তা চাইল রাশিয়া

অ্যাপ টেলিগ্রাম বন্ধে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের সহায়তা চেয়েছে রাশিয়া

ইন্টারনেট

বিজ্ঞান ও প্রযুক্তি

টেলিগ্রাম বন্ধে অ্যাপলের সহায়তা চাইল রাশিয়া

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ৩০ মে, ২০১৮

তাৎক্ষণিক বার্তা আদান-প্রদানের অ্যাপ টেলিগ্রাম বন্ধে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের সহায়তা চেয়েছে রাশিয়ার টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা রসকোমনাদজর। চাহিদা অনুযায়ী গ্রাহকদের ব্যক্তিগত আলাপচারিতায় আড়িপাতার সুযোগ না দেওয়ায় বর্তমানে দেশটিতে বন্ধ রয়েছে টেলিগ্রাম অ্যাপ। তবে আইফোন ব্যবহারকারীরা অ্যাপটির কিছু ব্যবহার এখনো চালিয়ে যেতে পারছেন। রসকোমনাদজর জানিয়েছে, আইফোনে টেলিগ্রাম অ্যাপের পুশ নোটিফিকেশন বন্ধের জন্য অ্যাপলের কাছে অনুরোধ করা হয়েছে। পুশ নোটিফিকেশন বন্ধ করা হলে অ্যাপটির ব্যবহার আরো কমে আসবে। এ ছাড়া অ্যাপ স্টোরে রাশিয়ার ব্যবহারকারীদের জন্য অ্যাপটি অপসারণেরও আহ্বান জানিয়েছে রসকোমনাদজর।

এই আহ্বানের প্রেক্ষিতে অ্যাপল কী ব্যবস্থা গ্রহণ করল, সেটি দ্রুত সময়ের মধ্যে জানানোর জন্যও অ্যাপলকে বলা হয়েছে। এ বিষয়ে রসকোমনাদজরের পরিচালক আলেকজান্ডার ঝারভ দেশটির সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্সকে জানান, এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অ্যাপলকে এক মাস সময় দেওয়া হয়েছে। তবে এ সময়ের মধ্যে অ্যাপল কোনো পদক্ষেপ না নিলে অ্যাপলের বিরুদ্ধে কী ব্যবস্থা গ্রহণ করা হবে, সে বিষয়ে অবশ্য তিনি কিছু বলতে রাজি হননি।

উল্লেখ্য, মেসেজিং অ্যাপ টেলিগ্রামে রয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা, যা অতিক্রম করে ব্যবহারকারীদের ব্যক্তিগত আলাপচারিতায় আড়িপাতা বেশ অসম্ভব। তবে ইন্টারনেটে নজরদারি বাড়ানোর অজুহাত দেখিয়ে এখানে প্রবেশাধিকার চেয়েছিল মস্কো। যদিও এ আহ্বানে সাড়া দেয়নি টেলিগ্রাম। এরই পরিপ্রেক্ষিতে করা মামলায় দেশটির একটি আদালত টেলিগ্রাম অ্যাপ নিষিদ্ধের আদেশ দেয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads