কাজী মাহমুদ, গোপালগঞ্জ সদর প্রতিনিধি
‘সৃজনে উন্নয়নে বাংলাদেশ’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সাংস্কৃতিক উৎসব উদযাপিত হয়েছে। গত মঙ্গলবার সন্ধায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা প্রশাসনের আয়োজনে এই সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাকিব হাসান তরফদার, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ উল্লাহ, কৃষি অফিসার জামালউদ্দিন, পাটগাতী ইউপি চেয়ারম্যান মিলন মোল্লা, কৃষকলীগ সম্পাদক আসলাম সর্দ্দার, উপজেলার সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
সাংস্কৃতিক অনুষ্ঠানে যুব উন্নয়ন কর্মকর্তা সাজেদুল ইসলামের সঞ্চালনায় শেখ রাসেল দুস্থ শিশু প্রশিক্ষন ও পূনর্বাসন কেন্দ্রের শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় মাদারীপুর, গোপালগঞ্জ ও উপজেলার স্থানীয় শিল্পীরা অংশ নেয়। এছাড়াও অনুষ্ঠানে শিল্পীদের মনোরম সংগীত ও নৃত্য পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।