বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দলের পক্ষে অংশ নিচ্ছেন না ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ব্যাটসম্যান ক্রিস গেইল। বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে আজ বুধবার ভোরে। এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে বিশ্বের অন্যতম সেরা টি-টোয়েন্টি ব্যাটসম্যান গেইলকে। অপরদিকে ১৩ সদস্যের দলে ফিরেছেন চাদউইক ওয়ালটন ও শেলডন কটরেল।
তিন ম্যাচ ওয়ানডে সিরিজে বাংলাদেশের বিপক্ষে ১৪২ রান করেন গেইল। যার মধ্যে শেষ ম্যাচে ৬৬ বলে ৭৩ রানের দারুণ একটা ইনিংস রয়েছে। যদিও মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বাধীন বাংলাদেশ ২-১ ব্যবধানে ওই সিরিজ জিতে নিয়েছে। অবশ্য গেইলবিহীন ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দল বাংলাদেশকে ২-০ ব্যবধানে হারিয়েছে।
ওয়ানডে সিরিজে খেলেছেন শেলডন কটরেল। যেখানে তৃতীয় ম্যাচে ৯ ওভার বল করে ৫৯ রানের খরুচে বোলিং করে ১টি উইকেট পেয়েছেন তিনি। তাকেও রাখা হয়েছে ওয়েস্ট ইন্ডিজ দলে। টি-টোয়েন্টিতে তিনি সবশেষ এপ্রিলে খেলেন পাকিস্তানের বিপক্ষে। তবে বিশ্ব একাদশের বিপক্ষে প্রীতি ম্যাচে ক্যারিবীয় দল থেকে বাদ পড়েন। চাদউইক ওয়ালটন কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টিতে খেলেছেন। যেখানে তিনি করেছেন ১৮৩ রান। এই দুজন ছাড়াও টি-টোয়েন্টিতে আছেন এভিন লুইস ও আন্দ্রে রাসেল।
ওয়েস্ট ইন্ডিজ দল : কার্লোস ব্রাথওয়েট (অধিনায়ক), স্যামুয়েল বদ্রি, শেলডন কটরেল, আন্দ্রে ফ্লেচার, এভিন লুইস, অ্যাশলে নার্স, কিমো পল, রোভম্যান পাওয়েল, দিনেশ রামদিন (উইকেটরক্ষক), আন্দ্রে রাসেল, মারলন স্যামুয়েলস, চাদউইক ওয়ালটন ও কেসরিক উইলিয়ামস।