টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাক উল্টে খাদে পড়ে পাঁচজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৩০ জন আহত হয়েছেন।
আজ সোমবার ভোরে কালিহাতী উপজেলা সদরের সাতুটিয়ায় এলাকায় টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মনসুর আলী আরিফ জানান, গাইবান্ধা থেকে একদল নির্মাণশ্রমিক ঈদের ছুটি শেষে ট্রাকে করে সিলেট যাচ্ছিলেন। ট্রাকটি কালিহাতী উপজেলার সদরের সাতুটিয়া এলাকায় টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। পরে ট্রাকটি পাশের খাদে পড়ে যায়। এ ঘটনায় অন্তত ৩৫ জন আহত হন।
খবর পেয়ে কালিহাতী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহযোগীতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।