টাঙ্গাইলে ট্রাক উল্টে ৫ শ্রমিকের মৃত্যু

গাইবান্ধা থেকে শ্রমিকদের নিয়ে ট্রাকটি হবিগঞ্জে যাচ্ছিল

ছবি : সংগৃহীত

দুর্ঘটনা

টাঙ্গাইলে ট্রাক উল্টে ৫ শ্রমিকের মৃত্যু

  • টাঙ্গাইল প্রতিনিধি
  • প্রকাশিত ২৫ জুন, ২০১৮

টাঙ্গাইলের ট্রাক উল্টে খাদে পড়ে অন্তত পাঁচ শ্রমিকের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত ২৯ জন। কালিহাতী বাসস্ট্যান্ড এলাকায় টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়কে সোমবার ভোর সোয়া ৫টার দিকে একটি সেতুর কাছে এই দুর্ঘটনা ঘটে বলে কালিহাতী থানার ওসি মীর মোশাররফ হোসেন নিশ্চিত করেছেন।

ওসি মীর মোশাররফ হোসেন বলেন, ‘গাইবান্ধা থেকে শ্রমিকদের নিয়ে ট্রাকটি হবিগঞ্জে যাচ্ছিল। পথে কালিহাতী বাসস্ট্যান্ড এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি উল্টে খাদে পড়ে যায়। আহতদের টাঙ্গাইল সদর হাসপাতালে নেওয়া হয়েছে।’

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোশাররফ হোসেন জানান, ওই দুর্ঘটনায় আহত ৩৪ জনকে সকালে তার হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে পাঁচজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

হাসপাতালে চিকিৎসাধীন সুমন বলেন, তারা সবাই হবিগঞ্জে একটি কারখানার শ্রমিক। ঈদের ছুটি শেষে গাইবান্ধা থেকে দুটি ট্রাকে করে তারা ১২০ জন হবিগঞ্জে ফিরছিলেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তবে হতাহতদের কারো নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads