টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

ওপেনিং নেমে হোল্ডারের বলে ০ রানেই ফিরতে হয় এনামুল হককে

ছবি : ইন্টারনেট

ক্রিকেট

টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ২২ জুলাই, ২০১৮

টেস্ট সিরিজে হতাশার হার। লজ্জাজনক হার বললেও ভুল বলা হবে না। ২-০তে হোয়াইটওয়াশ হয়েছে সাকিব বাহিনী। এবার লড়াই ওয়ানডের। আজ রোববার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামছে লাল-সবুজের দল। এই ম্যাচে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

শেষ খবর পাওয়া পর্যন্ত ৬.৫ ওভারে ১ উইকেটের বিনিময়ে বাংলাদেশের সংগ্রহ ১৫ রান। ৩ বল খেলে ০ রানে ফিরে গেছেন এনামুল হক। 

গায়ানায় এই ম্যাচে তামিম ইকবাল, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান এবং মাহমুদউল্লাহ—এই চারজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছাড়াও শক্তিশালী ব্যাটিং লাইনে মাশরাফি পরখ করে দেখার সুযোগ পাচ্ছেন সাব্বির রহমান ও মোসাদ্দেক হোসেন সৈকতদের। এদের মধ্যে ওপেনিং জুটিতে তামিমের সঙ্গে এনামুল হক বিজয় একাদশে সুয়োগ পেয়েছেন।

চোটের কারণে আফগানিস্তানে টি-টোয়েন্টি এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে খেলতে না পারা পেসার মুস্তাফিজুর রহমান নিজেকে প্রমাণ করতে চাইবেন এই ম্যাচে। রুবেল হোসেন টেস্ট বা টি-টোয়েন্টির তুলনায় এই ফরম্যাটে অনেক বেশি উজ্জীবিত। মাশরাফির হাতে তাই পেস বোলিং আক্রমণে নেতৃত্ব দেওয়ার মতো থাকছে অনেকেই।

স্পিন আক্রমণে সাকিবের সঙ্গে এবং মেহেদী হাসান মিরাজ প্রতিপক্ষের জন্য ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন।

অবশ্য এই ম্যাচের ভেন্যু গায়ানায় বাংলাদেশের রেকর্ড বেশ ভালো। এই মাঠে এর আগে একটি মাত্র ম্যাচ খেলেছিল বাংলাদেশ, ২০০৭ সালের বিশ্বকাপে। সে ম্যাচে হাবিবুল বাশারের দল ৬৭ রানে হারিয়ে ছিল দক্ষিণ আফ্রিকাকে। মোহাম্মদ আশরাফুল খেলেছিল ৮৭ রানের চমৎকার একটি ইনিংস।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, এনামুল হক, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), রুবেল হোসেন এবং মুস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ : ক্রিস গেইল, এভিন লুইস, শাই হোপ (উইকেটরক্ষক), জ্যাসন মোহাম্মদ, শিমরন হ্যাটমেয়ার, জেসন হোল্ডার (অধিনায়ক), রভমান পাওয়েল, আন্দ্রে রাসেল, দেবেন্দ্র বিশু, অ্যাশলে নার্স ও আলজারি জোসেফ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads