মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে আল আমিন (৩৫) নামের এক মাদক মামলার আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার রাত ৮টার দিকে র্যাব-১১ এর একটি দল দিঘিরপাড় (মুনচর) গ্রামের শাহজাহান মাদবরের বাসায় অভিযান চালায়। এ সময় ওই বাড়ির আঙ্গিনা থেকে আল আমিনকে ২০১ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে র্যাব।
আল আমিন মাদবর দিঘিরপাড় মুলচর গ্রামের শাজাহান মাদবরের ছেলে। তার বিরুদ্ধে টঙ্গীবাড়ী থানাসহ বিভিন্ন থানায় ১টি হত্যা, ২টি অস্ত্র ও ৩টি মাদকের মামলা রয়েছে।
র্যাব-১১ সিপিসি-১ এর কমান্ডার পুলিশ সুপার মো. এনায়েত হোসেন মান্নান বলেন, ওই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন আছে।