চৌদ্দগ্রামের ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন সাময়িক বরখাস্ত

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন

ফাইল ছবি

সারা দেশ

ম্যাজিস্ট্রেটের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ

চৌদ্দগ্রামের ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন সাময়িক বরখাস্ত

  • চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
  • প্রকাশিত ২৫ ডিসেম্বর, ২০১৯

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। কাশিনগর আলীম মাদরাসায় পরীক্ষা চলাকালীন সময়ে বিনা অনুমতিতে কেন্দ্রে প্রবেশ করে দায়িত্বরত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের দায়ে ওই চেয়ারম্যানকে বরখাস্ত করা হয়। স্থানীয় সরকার মন্ত্রনালয় থেকে বরখাস্তের বিষয়টি বুধবার এলাকায় জানাজানি হয়।

গত ২২ ডিসেম্বর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব মো. ইফতেখার আহম্মেদ চৌধুরী বরখাস্তের ওই আদেশে সই করেন।

স্থানীয় সরকার বিভাগের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, কাশিনগর আলীম মাদরাসা কেন্দ্রে জেডিসি পরীক্ষা-২০১৯ চলাকালে ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন বিনা অনুমতিতে ওই কেন্দ্রে প্রবেশ করেন। এ সময় কেন্দ্রে দায়িত্বরত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুর রহমান তাকে অনুমতি ছাড়া কেন্দ্রে প্রবেশে বাঁধা দেয়। এতে ওই চেয়ারম্যান ম্যাজিস্ট্রেটের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে।

অভিযুক্ত কাশিনগর ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন বলেন, ‘বিষয়টি জেনে জেলা প্রশাসকের সঙ্গে দেখা করেছি। বরখাস্তের আদেশ প্রত্যাহারে আদালতে যাব। আমি মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি হিসেবে কেন্দ্রে প্রবেশ করেছি। তখন আমাকে ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান অপমানজনকভাবে মাদরাসার অফিস কক্ষে বসে থাকতে নির্দেশ দেয়। পরে অফিস কক্ষেই বসে ছিলাম। বিষয়টি আমি তাৎক্ষনিক স্থানীয় সংসদ সদস্য মুজিবুল হককে জানিয়ে ছিলাম। কোথায় আমি বিচার চাওয়ার কথা, সেখানে আমার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়ায় হতবাক হয়েছি’।

স্থানীয় সরকার বিভাগ কুমিল্লার উপ-পরিচালক (ডিডিএলজি) মোহাম্মদ শওকত ওসমান জানান, ‘এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেনকে সাময়িক বরখাস্তের বিষয়টি জেনেছি’।

এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুর রহমান বলেন, ‘চলতি বছরে অনুষ্ঠিত জেডিসি পরীক্ষা চলাকালে বিনা অনুমতিতে কাশীনগর আলীম মাদ্রাসা কেন্দ্রে প্রবেশ করেন ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন। এভাবে তার কেন্দ্রে প্রবেশ বেআইনী জানালে তিনি আমার সাথে অসৌজন্যমূলক আচরণ করেন। পরে বিষয়টি নিয়ে আমি জেলা প্রশাসকের নিকট রিপোর্ট করেছি’।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads