নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় দুই দল মাদক ব্যবসায়ীর ঝগড়া থামাতে গিয়ে মারধরে আহত সিএনজি চালক রুবেল মিয়া (৩০) মারা গেছে। নিহত রুবেল বন্দর উপজেলার কাইতাখালী কদমতলী এলাকার মৃত আজগর আলীর ছেলে।
মঙ্গলবার ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থার তার মৃত্যু ঘটে। এর আগে সোমবার দিনগত রাত দেড়টায় তাকে মারধর করা হয়। এ ঘটনায় ইতোমধ্যে ৬জনকে আটক করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, কদমতলী এলাকায় জিসান ও সনেট নামে দুই গ্রুপ মাদক ব্যবসায়ীর মধ্যে বিরোধ রয়েছে। তারা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। এর মধ্যে জিসানের কাছে ২ হাজার টাকা পাওনা নিয়ে ২৭ আগস্ট সোমবার দিনগত দেড়টায় বাকবিতন্ডায় জড়ায় সনেট। এ নিয়ে তখন দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। সেখানে রুবেল হাজির হয়ে মারামারি না করে বিচার করে দেওয়ার আশ্বাস দেয়। এতে সনেট ও তার লোকজন ক্ষুব্ধ হয়ে রুবেলকে পিটিয়ে আহত করা হয়। স্থানীয়রা রুবেলকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে মঙ্গলবার ভোরে সেখানে তার মৃত্যু ঘটে।
বন্দর থানার ওসি একেএম শাহীন মন্ডল জানান, সোমবার কদমতলী এলাকাতে পঞ্চায়েত কমিটির সভা হয়। সেখানে রুবেল মাদকের বিরুদ্ধে কথা বলেছিল। এরই মধ্যে সোমবার রাতে দুই গ্রুপের মধ্যে মারামারি চলাকালে রুবেল হাজির হলে তাকে বেধড়ক পিটিয়ে আহত করা হয়।
ওসি আরো জানান, সনেট, হৃদয়সহ ৬জনকে আটক করা হয়েছে। নিহতের ছোট ভাই সুমন মিয়া বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ৩০জনকে আসামী করে মামলা করেছে।