জেলহাজতে থেকে বেতন-ভাতা তুললেন অধ্যক্ষ

প্রতীকী ছবি

সারা দেশ

জেলহাজতে থেকে বেতন-ভাতা তুললেন অধ্যক্ষ

  • প্রকাশিত ৩ ডিসেম্বর, ২০১৯

মনিরামপুরের টুনিয়াঘরা মহিলা আলিম মাদরাসার অধ্যক্ষ এএইচএম হাবিবুর রহমান জেলহাজতে থাকা অবস্থায় বেতন-ভাতা উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। তিনি চলতি বছর নাশকতা মামলায় জেলহাজতে থাকলেও মাদরাসা পরিচালনা পর্ষদের সভাপতিকে ম্যানেজ করে অক্টোবর মাসের সম্পূর্ণ বেতন-ভাতা উত্তোলন করেছেন।

জানা গেছে, এএইচএম হাবিবুর রহমান উপজেলা টুনিয়াঘরা মহিলা আলিম মাদরাসার ২০১৮ সালের ১৯ নভেম্বর অধ্যক্ষ পদে যোগদান করেন। তিনি ২০১৮ সালের ১১ নভেম্বর মনিরামপুর থানায় একটি নাশকতা (ফৌজদারি) মামলাসহ একাধিক মামলার আসামি। এসব মামলায় তিনি আটকও হয়েছিলেন। চলতি বছরের ২০ অক্টোবর ওয়ারেন্ট হয়ে যাওয়া একটি মামলায় আদালতে আত্মসমর্পণ করলে জেলহাজতে পাঠানো হয়। পরে ৩১ অক্টোবর জামিনে বের হয়ে আসেন। ২০ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত মোট ১১ দিন তিনি হাজত বাস করছিলেন। কিন্তু জেল থেকে বের হয়ে নভেম্বর মাসের সমস্ত বেতন-ভাতা উত্তোলন করেন।

অধ্যক্ষ হাবিবুর রহমান বেতন-ভাতা উত্তোলনের বিষয়টি স্বীকার করে বলেন, এটি যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে উত্তোলন করা হয়েছে। মাদরাসার সভাপতি শহিদুল ইসলাম বলেন, বেতন-ভাতা উত্তোলন করেছেন ঠিকই, কিন্তু তা পুনরায় সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ চন্দ্র সরকার বলেন, বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মনিরামপুর (যশোর) প্রতিনিধি

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads