মধ্যপ্রাচ্য

জেরুজালেমে দূতাবাস উদ্বোধন অনুষ্ঠানে থাকছেন না ট্রাম্প

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ৯ মে, ২০১৮

আগামী ১৪ মে ইসরাইলের তেল আবিব থেকে জেরুজালেমে দূতাবাস সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। দূতাবাসটির উদ্বোধনী অনুষ্ঠানে কারা কারা থাকছেন স্থানীয় সময় সোমবার এ বিবৃতিতে তা জানিয়েছে হোয়াইট হাউজ। তবে এখানে থাকছেন না প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর ব্লুমবার্গ।

উদ্বোধনী অনুষ্ঠানে পাঁচ সদস্যের ওই দলে থাকছেন ট্রাম্পের কন্যা ইভানকা, জামাই জার্ড ক্রুশনার, যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্টেভেন মুনাচিন, ইসরাইলে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ডেভিড ফ্রিডম্যান ও ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত জ্যাসন গ্রিনব্লট। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের দূতাবাসের সড়ক নির্দেশনা জেরুজালেমে স্থানান্তর করা হয়েছে। সোমবার তিনটি স্থানের সড়ক নির্দেশনা পরিবর্তন করা হয়।

যুক্তরাষ্ট্রের দূতাবাসের ওই সড়ক নির্দেশনাগুলো লেখা হয় ইংরেজি, হিব্রু ও আরবি ভাষায়। জেরুজালেমের যুক্তরাষ্ট্র কনস্যুলেট ভবনের কাছে এসব নির্দেশনা স্থাপন করা হয়। গত বছর ডিসেম্বরে জেরুজালেমকে ইসরাইলি রাজধানীর স্বীকৃতি দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি দূতাবাস স্থানান্তরেরও ঘোষণা দেন।

এতে ক্ষুব্ধ হয়ে ‍ওঠে ফিলিস্তিনসহ মুসলিম বিশ্ব। তীব্র নিন্দা জানায় আন্তর্জাতিক অঙ্গন। উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন। মুসলিম দেশগুলোর সবচেয়ে বড় জোট ওআইসি ট্রাম্পের ঘোষণার প্রতিক্রিয়ায় পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী স্বীকৃতি দেয়। তবে এসব প্রতিক্রিয়ার তোয়াক্কা না করেই দূতাবাস পরিবর্তন করছে ওয়াশিংটন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads