জাহালমকে ১০ কোটি টাকা দেওয়ার দাবি

জাহালমকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবি

ছবি : সংগৃহীত

জাতীয়

জাহালমকে ১০ কোটি টাকা দেওয়ার দাবি

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১০ ফেব্রুয়ারি, ২০১৯

বিনা অপরাধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় তিন বছর জেল খাটা জাহালমকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবি করেছে সম্মিলিত সামাজিক আন্দোলন। গতকাল শনিবার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন করে এ দাবি করে সংগঠনটি। এই ক্ষতিপূরণ আদায় না দেওয়া পর্যন্ত ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সংগঠনটির নেতারা।

সংগঠনের সভাপতি ও মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি জিয়াউদ্দিন তারেক আলী বলেন, নিরীহ পাটকল শ্রমিক জাহালমকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হোক। আর যেন জাহালমের মতো নির্দোষ কাউকে গ্রেফতার করে হয়রানি না করা হয়।

মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস। তিনি বলেন, দুর্নীতি দমন কমিশনের বিচারে নিরীহ জাহালম তার জীবন থেকে ও পরিবার-পরিজন থেকে গত তিন বছর বঞ্চিত ছিলেন। মহামান্য হাইকোর্টের নির্দেশনায় তার মুক্তি মানবিকতার ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তিন বছরের অমানবিক আচরণের কারণে তার পরিবার পরিজনের যে বঞ্চনা, তার ক্ষতিপূরণ ১০ কোটি টাকা দুর্নীতি দমন কমিশনকে দিতে হবে।

এ সময় আরো বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম এ সবুর, সম্মিলিত সামাজিক আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক এ কে আজাদ, সানোয়ার হোসেন সামছী, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম সবুজ প্রমুখ।

 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads