‘উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’ এই স্লোগানকে ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নবম বারের মতো অনুষ্ঠিত হচ্ছে প্রজাপতি মেলা ২০১৮। আগামীকাল শুক্রবার প্রজাপতি সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের কীটতত্ত্ব শাখার আয়োজনে এ মেলার আয়োজন করা হয়েছে।
এদিন সকাল সাড়ে নয়টায় মেলা শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত চলবে। দিনব্যাপী মেলার আয়োজনে থাকছে র্যালি, প্রজাপতি বিষয়ক ছবি আঁকা প্রতিযোগিতা, প্রজাপতির হাট দর্শন, প্রজাপতি ও প্রকৃতি বিষয়ক কুইজ প্রতিযোগিতা, প্রজাপতির আদলে ঘুড়ি উড্ডয়ন, প্রজাপতি ও জলবায়ু সম্পর্কে বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা, প্রজাপতি চেনা প্রতিযোগিতা, ডকুমেন্টারি প্রদর্শনী এবং পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান। এসব প্রতিযোগিতায় অংশগ্রহণে আগ্রহী প্রতিযোগীদেরকে মেলার দিন সকাল নয়টার মধ্যে স্ব-শরীরে উপস্থিত থেকে নিবন্ধন করার আহ্বান জানানো হয়েছে।
মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম। এবারের প্রজাপতি মেলার টাইটেল স্পনসর হয়েছে ‘কিউট’। সহযোগী সংগঠন হিসেবে কাজ করবে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার (আইইউসিএন), প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং বাংলাদেশ বন বিভাগ।
মেলার আয়োজক প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক মনোয়ার হোসেন বলেন, ২০১০ সাল থেকে প্রতিবছর প্রজাপতি মেলার আয়োজন করে আসছে প্রাণীবিদ্যা বিভাগের কীটতত্ত্ব শাখা। প্রকৃতিপ্রেমী মানুষকে প্রজাপতির ভালোবাসার সুতোঁয় বাঁধতে আমাদের এই আয়োজন। ইতিমধ্যে আমরা অনেকাংশেই সফল হয়েছি। ছোট বাচ্চাদেরকে প্রজাপতির প্রজাতিগুলো চেনাতে পেরেছি। এছাড়াও রাজধানীর গুলশান ও বনানীর বাড়িগুলোতে প্রজাপতির বসবাসযোগ্য বাগান তৈরির কাজ চলছে।