• রবিবার, ১৬ মার্চ ২০২৫ | ১৬ চৈত্র ১৪৩১ | ১৬ শাওয়াল ১৪৪৬
জাফলংয়ে পানিতে ডুবে কলেজছাত্রের মৃত্যু

জাফলংয়ে বেড়াতে এসে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে

সংরক্ষিত ছবি

দুর্ঘটনা

জাফলংয়ে পানিতে ডুবে কলেজছাত্রের মৃত্যু

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৬ অগাস্ট, ২০১৮

সিলেটের পর্যটন কেন্দ্র জাফলংয়ে বেড়াতে এসে পিয়াইন নদীতে ডুবে রিফাত আহমেদ (১৯) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

রিফাত আহমেদ রাজধানীর উত্তরার আবু সাঈদ আহমেদের ছেলে। তিনি ঢাকা সিটি কলেজের উচ্চ মাধ্যমিক বাণিজ্য বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। গোয়াইনঘাট থানার পরিদর্শক (তদন্ত) হিল্লোল রায় জানান, রিফাতসহ মোট পাঁচজন ঈদের ছুটিতে সিলেট বেড়াতে আসে। তারা দুপুরে জাফলংয়ের পিয়াইন নদীতে গোসল করতে নামে। হঠাৎ রিফাত পানিতে নিখোঁজ হয়। কিছুক্ষণ পর মরদেহ পানিতে ভেসে ওঠে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে দুপুর ২টার দিকে মরদেহ উদ্ধার করা হয়।

ওসি আরো জানান, ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। রিফাতের স্বজনের সঙ্গে যোগাযোগ হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads