নোয়াখালীর সেনবাগ উপজেলার পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে আওয়ামী লীগের নৌকা মার্কার প্রার্থী আলহাজ্ব জাফর আহম্মদ চৌধুরীর সমর্থনে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। আওয়ামীলী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী আলহাজ্ব এসএম লায়ন জাহাঙ্গীর আলম মানিক।
আজ বুধবার সকাল সাড়ে ১০টার সময় স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব লায়ন এসএম জাহাঙ্গীর আলম মানিক তার নিজ প্রতিষ্ঠিত লায়ন জাহাঙ্গীর মানিক মহিলা কলেজের “বীর বিক্রম” শহীদ তরিক উল্লা অডিটোরিয়ামে সেনবাগের দলীয় নেতাকর্মী ও এলাকাবাসীর সঙ্গে নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করা না করার বিষয়ে মতামত নেওয়ার সময় আকস্মিক ভাবে নৌকা মার্কার প্রার্থী আলহাজ্ব জাফর আহম্মদ চৌধুরী ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক সভাস্থলে উপস্থিত হন। এসময় তারা লায়ন জাহাঙ্গীর আলম মানিক সহ দলীয় নেতাকর্মী ও এলাকাবাসীর নিকট প্রার্থীতা প্রত্যাহারের অনুরোধ জানান। তাদের অনুরোধে সাড়া দিয়ে লায়ন এস.এম জাহাঙ্গীর আলম মানিক তার মনোনয়নপত্র প্রত্যাহারের ঘোষনা দেন। এ সময় উপস্থিত দলীয় নেতাকমী সহ সকলে করতালি দিয়ে তাকে অভিনন্দন জানান। এসময় উভয় মিলেমিশে কাজ করা অঙ্গীকার করেন।
লায়ন জাহাঙ্গীর আলম মানিকের মনোনয়নপত্র প্রত্যাহার করায় আলহাজ্ব জাফর আহম্মদ চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় সেনবাগ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলো।