সাতক্ষীরায় ২০১৮ সালে ধর্ষণের ঘটনা ঘটেছে ৫২ টি

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

সাতক্ষীরায় ২০১৮ সালে ধর্ষণের ঘটনা ঘটেছে ৫২ টি

  • সাতক্ষীরা প্রতিনিধি
  • প্রকাশিত ১৩ মার্চ, ২০১৯

সাতক্ষীরায় ইন্টারনেটের মাধ্যমে শিশুদের যৌন নির্যাতন প্রতিরোধ র্শীষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বেলা ১২ টায় ত্রিশমাইল পিটিআরসি ভবনে অগ্রগতি সংস্থার আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিশিষ্ঠ শিক্ষাবিদ ও সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মিজানুর রহমান, সাবেক সাধারন সম্পাদক এম কামরুজ্জামান, সাবেক সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল, অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাস, প্রোগাম অফিসার শফিউল হক শফি ও কো-অডিনেটর দেবব্রুত অধিকারি প্রমুখ।

বক্তারা বলেন, পাঠ্যপুস্তকে ইন্টারনেটের ব্যাবহার কুফল ও সুফল যদি চলে আসে তাহলে এগুলো হ্রাস করা যায়। বক্তার বলেন ২০১৮ সালে সাতক্ষীরায় ৪৪ টি ধর্ষণের ঘটনা ঘটেছে। ৪টি ঘটেছে শিক্ষক কর্তৃক ও ৪টি ধর্ষণের পর হত্যা করা হয়েছে। শুধু ধর্ষণ করে ক্ষ্যান্ত হয়নি ধর্ষণের ভিডিও মোবাইলে ধারন করে ব্ল্যাকমেইলিং করা হচ্ছে। এর মধ্যে শুন্য থেকে ৬ বছরের শিশু পর্যন্ত ও ধর্ষণের শিকার হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads