জাতিসংঘ মিশনে নারীদের ব্যাপক সুযোগ রয়েছে

জাতিসংঘ মিশনে নারি

সংরক্ষিত ছবি

জাতীয়

সেমিনারে বিস মহাপরিচালক

জাতিসংঘ মিশনে নারীদের ব্যাপক সুযোগ রয়েছে

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৪ অগাস্ট, ২০১৮

জাতিসংঘ মিশনে নারী সদস্যদের অংশগ্রহণ খুবই কম। নারীদের জন্য জাতিসংঘ মিশনে অংশগ্রহণের ব্যাপক সুযোগ রয়েছে। এ সুযোগ বাংলাদেশের নারীরা নিতে পারেন। রাজধানীর ইস্কাটনে গতকাল সোমবার এক সেমিনারে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিস) মহাপরিচালক মেজর জেনারেল একেএম আবদুর রহমান এ কথা বলেন। ‘আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ : জাপানের অভিজ্ঞতা’ শীর্ষক দুই দিনব্যাপী এ সেমিনার যৌথভাবে আয়োজন করে বিস ও জাপান ফাউন্ডেশন।

বিস মহাপরিচালক বলেন, শান্তি প্রতিষ্ঠায় বিশ্বে নানা দেশ অগ্রণী ভূমিকা পালন করলেও বাংলাদেশের সামনে মডেল হতে পারে জাপান। দেশ দুটির মধ্যে গভীর অংশীদারিত্ব রয়েছে। সেই অনুযায়ী দুই দেশই শান্তি প্রতিষ্ঠায় একযোগে কাজ করতে পারে। সাবেক রাষ্ট্রদূত মুহাম্মদ জমির তার বক্তব্যে বলেন, বাংলাদেশের মানুষের মধ্যে জঙ্গিবাদ বা উগ্রবাদ নেই। তবে উগ্রবাদ মোকাবেলায় আন্তঃধর্মীয় সংলাপ, সাম্প্রদায়িক সম্প্রীতি, বহুমুখী সংস্কৃতির বিকাশ লালনে আমাদের আরো উদ্যোগ নেওয়া প্রয়োজন।  সেমিনারের সমাপনী দিনে বিভিন্ন অধিবেশনে আরো বক্তব্য দেন-বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল (অব.) সাব্বির আহমেদ, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মইনুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. রাশেদ উজ জামান, বাংলাদেশ পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম, বিসের গবেষক নাজমুল আরেফিন প্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads