জাটকায় সয়লাব দাউদকান্দির বাজার, প্রশাসন নিরব

দাউদকান্দি গোমতী ব্রীজ সংলগ্ন পাইকারি মাছ বাজার থেকে তোলা ছবি

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

জাটকায় সয়লাব দাউদকান্দির বাজার, প্রশাসন নিরব

  • দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
  • প্রকাশিত ৪ এপ্রিল, ২০১৯

ছোট ছোট জাটকা ইলিশ মাছে সয়লাব দাউদকান্দির পাইকারি মাছের বাজার সহ ছোট বড় সকল হাট বাজার। এমনকি পাড়া-মহল্লায় পায়ে হেঁটে হকারও বিক্রি করছেন এই জাটকা। যেন দেখার কেউ নেই।

আজ বৃহস্পতিবার ভোরে দাউদকান্দির গোমতী সেতু সংলগ্ন পাইকারি মাছের আড়ৎ ঘুরে দেখা যায় আলাউদ্দিন ও আমিরের পাইকারি আড়তে ২ টনের অধিক ছোট ছোট জাটকা ইলিশ বিক্রি হচ্ছে। এ ব্যাপারে আলাউদ্দিনকে জিজ্ঞাসা করা হলে তিনি দম্ভের সাথে বলেন, জাটকা বিক্রি করছি এবং যতদিন আছে ততদিনই বিক্রি করবো এবং আমাদের প্রশাসন ম্যানেজ করা আছে।অপরদিকে আমির হোসেন কোন মন্তব্য করেননি।

দাউদকান্দি সিনিয়র মৎস কর্মকর্তার দায়িত্ব পালন করা সহকারি মৎস কর্মকর্তা নাজমা আক্তার বলেন, দাউদকান্দিতে জাটকা বিক্রির বিষয়টি তার জানা নাই। তিনি আরো বলেন, সম্প্রতি দাউদকান্দির ইউএনও মাহবুব আলম সকল পাইকারি মৎস বিক্রেতাদের ডেকে বলে দিয়েছেন তারা যাতে জাটকা সহ নিষিদ্ধ মাছ বিক্রয় না করে। করলে তিনি আইনানুগ ব্যবস্থা নিবেন। ইউএনও ডেকে বলার পর আপনি কোন মনিটরিং করেছেন কিনা বা সরেজমিন গিয়ে মোবাইল কোর্টের প্রসিকিউশন দিয়েছেন কিনা এ বিষয়ে জানতে চাইলে তিনি চুপ থাকেন।

দাউদকান্দির ইউএনও মাহবুব আলম বলেন, আমি মৎস কর্মকর্তা নাজমা আক্তারকে ভিজিলেন্সে রাখার নির্দেশ দিয়েছিলাম। উনি ভিজিলেন্সে রেখে আমাকে তথ্য দিলে আমি তাৎক্ষনিক আইনানুগ ব্যবস্থা নিবো কিন্তু এ পর্যন্ত তিনি আমাকে কোন তথ্য দেয়নি। আজ আপনার মাধ্যমে আমি জানতে পারলাম এবং এ বিষয়ে আমি ব্যবস্থা নিবো। উল্লেখ্য সহকারি মৎস কর্মকর্তা নাজমা আক্তার স্থানীয় বাসিন্দা হওয়ায় এবং ঘুরে ফিরে একই ষ্টেশনে এক যুগের অধিক চাকুরি করায় বিভিন্ন অবৈধ মৎস বিক্রেতাদের সাথে তার যোগসূত্র রয়েছে বলে বিশ্বস্ত সূত্র জানায়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads