সিরাজগঞ্জে সিএনজি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ইসরাইল হোসেন নামে সিএনজি চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চার যাত্রী। আজ বৃহস্পতিবার সকালে মুলিবাড়ি-সয়দাবাদ আঞ্চলিক সড়কের ঠাকুরটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইসরাইল হোসেন বেলকুচি উপজেলার জিধুরী গ্রামের ইদ্রিস আলীর ছেলে।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ওয়্যার হাউস ইনসপেক্টর মো. আব্দুল হামিম এ তথ্য নিশ্চিত করে জানান, বেলকুচি থেকে যাত্রী নিয়ে সিরাজগঞ্জ সদরে যাবার পথে ঠাকুরটেক এলাকায় পৌছলে সিএনজি চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় রাস্তারে পাশে অন্তত ৩০ ফুট গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান চালক ইসরাইল। আহত হন চার যাত্রী। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ উদ্ধার করে। আহত যাত্রীদের সিরাজগঞ্জ সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে পাঠিয়েছে স্থানীয়রা। তবে তারা শঙ্কামুক্ত রয়েছে বলেও জানান তিনি।