বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে অবমুক্ত করা হয়েছে ৮টি জেব্রা

বাংলাদেশের খবর

জীব ও পরিবেশ

জব্দ ৮ জেব্রা গাজীপুরে সাফারি পার্কে অবমুক্ত

  • গাজীপুর প্রতিনিধি
  • প্রকাশিত ১১ মে, ২০১৮

যশোরের সীমান্তবর্তী সাতমাইল হাটের এক খাটাল থেকে উদ্ধার হওয়া ১০টি জেব্রার মধ্যে জীবিত ৮টি জেব্রাকে গতকাল বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে অবমুক্ত করা হয়েছে। ভারতে পাচারের উদ্দেশ্যে ‘অজ্ঞাত স্থান’ থেকে ওই খাটালে রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

সাফারি পার্কের ওয়াইল্ড লাইফ সুপারভাইজার মো. সরোয়ার হোসেন খান জানান, গত বছরের মে থেকে এ বছরের মার্চে জন্ম নেওয়া তিনটি শাবকসহ সাফারি পার্কে আগে থেকেই ১৪টি জেব্রা রয়েছে। নতুন ৮টি জেব্রাসহ বর্তমানে পার্কে জেব্রা পরিবারের সদস্য সংখ্যা হলো ২২।

সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন মো. নিজাম উদ্দিন জানান, ৮টি জেব্রাই শারীরিকভাবে দুর্বল। তাদের মধ্যে একটি খোঁড়াচ্ছে। তাদের দ্রুত চিকিৎসা দেওয়া দরকার। এদের মধ্যে একটি পুরুষ ও সাতটি মাদি। এর আগে পার্কে থাকা ১৪টি জেব্রার মধ্যে ৭টি হলো পুরুষ ও ৭টি মাদি।

যশোর ডিবির উপপরিদর্শক মো. মুরাদ হোসেন সাংবাদিকদের জানান, ভারতে পাচারের উদ্দেশ্যে যশোরের শার্শার বাগআঁচড়া-সাতমাইল গরুর হাটে ১০টি জেব্রা আনা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে তারা মঙ্গলবার গভীর রাতে সেখানে অভিযান চালান। তুতু নামের এক ব্যক্তির গরুর খাটালে জেব্রাগুলো রাখা ছিল। তবে তারা পৌঁছানোর আগেই একটি জেব্রা মারা যায় এবং বুধবার সকালে আরো একটি জেব্রা মারা যায়। এগুলোর আনুমানিক মূল্য দুই কোটি ৭০ লাখ টাকা।

এ ব্যাপারে উপপরিদর্শক মুরাদ হোসেন বাদী হয়ে শার্শা থানায় পাচার ও বন্যপ্রাণী সংরক্ষণ আইনে বুধবার মামলা করেন। মামলায় আসামি করা হয়েছে যশোরের শার্শা উপজেলার পুটখালী উত্তরপাড়ার মো. মুক্তি (৪৩), বগুড়ার আদমদীঘি উপজেলার বশিকুড়া গ্রামের আহাদ আলী সরদারের ছেলে কামরুজ্জামান বাবু (৩২), নরসিংদীর পলাশ উপজেলার বকুলনগর গ্রামের মান্নান ভূঁইয়ার ছেলে রানা মিয়া (২৮) ও উত্তরা ১০ নম্বর সেক্টরের জসিমকে। এদের মধ্যে বাবু বর্তমানে ঢাকার তুরাগ থানার ফুলবাড়ী টেকপাড়ার ১১ নম্বর সেক্টরের ১৯ নম্বর রোডের ৬১ নম্বর বাড়ির রুহুল আমিনের ভাড়াটিয়া।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন শিকদার সাংবাদিকদের জানিয়েছেন, বুধবার বিকালে জীবিত ৮টি জেব্রাকে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কাছে হস্তান্তর করা হয়। পরে খুলনা আঞ্চলিক কার্যালয়ের বন পরিদর্শক রাজু আহম্মেদ জেব্রাগুলো গ্রহণের পর সেগুলোকে নিয়ে গাজীপুর বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের উদ্দেশে পাঠান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads