জবির এক শিক্ষার্থী বহিস্কার, দুইজনকে শোকজ

জবির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী মো. হাসানুজ্জামান

সংগৃহীত ছবি

শিক্ষা

জবির এক শিক্ষার্থী বহিস্কার, দুইজনকে শোকজ

  • জবি প্রতিনিধি
  • প্রকাশিত ২৮ মার্চ, ২০১৯

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শৃংখলা ভঙ্গের দায়ে এক শিক্ষার্থীকে বহিস্কার ও দুই শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়।

এতে বলা হয়,গত বুধবার কলাভবন প্রাঙ্গণে কতিপয় শিক্ষার্থী একজন শিক্ষার্থীর সাথে অশালীন আচরণ করে এবং এর প্রতিবাদ করতে গিয়ে হামলার ঘটনা ঘটে। ঘটনাটির প্রাথমিক তদন্তে শৃংখলা ভঙ্গের অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী মোঃ হাসানুজ্জামানকে (আইডি # বি-১৬০১০৪০০১)-কে সাময়িক বহিস্কার এবং একই শিক্ষাবর্ষ ও বিভাগের শিক্ষার্থী মোঃ সামিউল আল সাবাহ্ (আইডি # বি-১৬০১০৪০২০) এবং ইউনুস মিয়া (আইডি # বি-১৬০১০৪০৩০)-কে কারণ দর্শানোর নোটিশ প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads