নোয়াখালীর সেনবাগের দুই মাদক ব্যবসায়ীকে ১০ হাজার ৫০ পিস ইয়াবাসহ ফেনী থেকে আটক করেছে ফেনী মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদফতরের একটি দল।বৃহস্পতিবার দুপুরে ফেনী শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের ক্যামেলীয়া হাউজের একটি ভাড়া বাসা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের রাজারামপুর গ্রামের মো. ইব্রাহিমের ছেলে মোঃ ইউনুস (৩৬) ও অপরজন হচ্ছে একই উপজেলার কাবিলপুর ইউনিয়নের মহিদীপুর গ্রামের মমতাজ মিয়ার ছেলে মো. সুজন (২২)।
ফেনী মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক অমর কুমার সেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের ওই বাসায় অভিযান পরিচালনা করেন তারা। দীর্ঘসময় অভিযানের পর ওই বাসার ফ্রিজের স্ট্যান্ডের ভেতর থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। পরে তিনি নিজে বাদী হয়ে ফেনী মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদফতর ফেনীর উপ-পরিদর্শক টিপু সুলতান জানান, ওই দুই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে সুকৌশলে ফেনীতে ইয়াবার কারবার করে আসছিল। তারা কাভার্ড ভ্যানে করে দেশের বিভিন্ন এলাকা থেকে ইয়াবার চালান ফেনীতে নিয়ে আসত।