দীর্ঘ ছুটি শেষে শিক্ষার্থীদের পদচারণায় রবিবার থেকে ফের মুখর হয়ে উঠবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। গ্রীষ্মকালীন, পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর এর প্রায় এক মাসের ছুটি শেষে ১ জুলাই থেকে সকল ক্লাস-পরীক্ষা শুরু হতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে।
গত ৩০ মে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়,
বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র শব-ই-কদর, জুমাতুল বিদা ও পবিত্র ঈদ-উল-ফিতর এবং গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে আগামী ৩ জুন রবিবার থেকে ২৮ জুন বৃহস্পতিবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস বন্ধ থাকবে। একই সাথে আগামী ১০ জুন রবিবার থেকে ২৫ জুন সোমবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগীয় অফিস ও প্রশাসনিক দপ্তর বন্ধ থাকবে। ছুটি শেষে বিভাগীয় অফিস ও প্রশাসনিক দপ্তরসমূহ ২৬ জুন মঙ্গলবার এবং বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাসসমূহ ১ লা জুলাই রবিবার যথারীতি শুরু হবে