ডা. রাণা হাসান
আমাদের খুবই পরিচিত একটি শারীরিক সমস্যা। যদিও এটা কোনো রোগ নয়, রোগের উপসর্গ (কখনো কোনো ওষুধের কারণেও দেখা দেয়)। কিন্তু এর বহুল প্রসারতার জন্য আমরা এটাকে আর দশটা অসুখের মতোই রোগ হিসেবে গণ্য করে থাকি। আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে এটা কামাল, হইলদা কামাল, কামলা কিংবা কাউল্যা নামে পরিচিত। খুব সহজে সাধারণ মানুষ এটা শনাক্ত করতে পারে। শারীরিক বিপাকীয় প্রক্রিয়ার অংশ হিসেবে তৈরি হওয়া বিলিরুবিন নামক রঞ্জক পদার্থের মাত্রাধিক্যের কারণে মূলত সমস্যাটি দেখা দেয়। রক্তে বিলিরুবিনের স্বাভাবিক মাত্রা ১.২ মিলিগ্রাম/ডেসিলিটার। এর বেশি হলে তাকে জন্ডিস বলে। ৩ মিলিগ্রাম/ডেসিলিটারের বেশি হলে ক্লিনিক্যালি আমরা সহজে শনাক্ত করতে পারি।
চোখের সাদা অংশ, অন্যান্য মিউকাস ঝিল্লি, হাতের তালু, নখ এবং শরীরের ত্বক হলুদাভ হয়ে যায়। প্রস্রাবের রঙ অস্বাভাবিক হলুদ হয়ে যায়। এসব বৈশিষ্ট্য দেখে একজন জন্ডিসের রোগীকে শনাক্ত করা যায়। এই জন্ডিস এবং এর চিকিৎসা নিয়ে আমাদের সমাজে প্রচলিত রয়েছে বহু ভুল ধারণা এবং নানা কুসংস্কার।
· হলুদ এবং হলুদ রঙের কোনো খাবার খেলে জন্ডিস বেড়ে যাবে : সম্পূর্ণ ভুল ধারণা। শরীরের বিভিন্ন অংশ হলুদ হয়ে যাওয়া কিংবা প্রস্রাবের হলুদ রঙ ধারণ করার সঙ্গে হলুদ এবং হলুদ রঙের কোনো খাবারের কোনো সম্পর্ক নেই। বিলিরুবিনের রঙ হলুদ হওয়ার কারণই মূলত দায়ী। কাজেই হলুদযুক্ত কিংবা হলুদ রঙের খাবার থেকে রোগীকে বিরত রাখার মধ্যে কোনো সুযোগ নেই।
শুধু গ্রামগঞ্জেই নয়, শহরেও জন্ডিস থেকে নিরাময়ের জন্য নানা ধরনের অবৈজ্ঞানিক ও অদ্ভুত উপায় অবলম্বন করতে দেখা যায়।
· হাত ধোয়ানো : জন্ডিসের রোগীকে হাত ধোয়ালে শরীর থেকে ‘জন্ডিস’ বের হয়ে যাবে, বহুল প্রচলিত এই ‘চিকিৎসা’টি খুবই জনপ্রিয়। এ বিষয়ে তথাকথিত বিশেষজ্ঞদেরও খোঁজ পাওয়া যায়। আগেই বলা হয়েছে, শরীরে বিলিরুবিন নামের হলুদ রাসায়নিকটির মাত্রাধিক্য উপস্থিতিই এর কারণ। কাজেই হাত (কিংবা পা) ধুইয়ে বিলিরুবিনের মাত্রা কমানো কখনো সম্ভব নয়।
· মালা পরানো : বিশেষ বিশেষ গাছ-গাছড়া (সাধারণত তেলাকুচার লতা) দিয়ে তৈরি মালা মাথার ওপর বসিয়ে দিলে সময়ান্তে মালা বড় হয়ে মাথা ও শরীর গলিয়ে পায়ের দিকে নেমে যায়। সঙ্গে নিয়ে যায় জন্ডিস! এটাও একটা বিশেষ কৌশল মাত্র।
· আখ ও বাতাবি লেবু খেলে জন্ডিস সেরে যায় : আখ চিবিয়ে খেলে ছোবড়ার সঙ্গে জন্ডিস বেরিয়ে যায়। বাতাবি লেবুর রস জন্ডিস সারিয়ে দেয় বলে অনেকে মনে করেন। আসলে বাতাবি লেবুতে এমন কোনো উপাদান নেই যা বিলিরুবিন কমাতে পারে। দাঁতের মধ্য দিয়ে বিলিরুবিনের আখের ছোবড়ার সংস্পর্শে আসারও কোনো সম্ভাবনা নেই।
যেহেতু জন্ডিস কোনো রোগ নয় (সমন্বিত বা একক কোনো রোগের কোনো ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়াও হতে পারে), উপসর্গমাত্র- তাই এর উপস্থিতি শনাক্ত করার সঙ্গে সঙ্গে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। যেহেতু সবসময়ই একক কোনো সুনির্দিষ্ট কারণে জন্ডিস দেখা যায় না, তাই জন্ডিসের কারণ বা কারণগুলো শনাক্ত করে সেই অনুযায়ী চিকিৎসা করা আশু কর্তব্য।