ছাত্রীর সাথে ফোনালাপ ফাঁস, বিভাগীয় সভাপতির পদ হারালেন শিক্ষক

সংগৃহীত ছবি

ক্যাম্পাস

ছাত্রীর সাথে ফোনালাপ ফাঁস, বিভাগীয় সভাপতির পদ হারালেন শিক্ষক

  • বশেমুরবিপ্রবি প্রতিনিধি
  • প্রকাশিত ২৫ জানুয়ারি, ২০২২

সম্প্রতি ছাত্রীর সাথে ফোনালাপের অডিও রেকর্ড ফাঁস হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) কৃষি বিভাগের চেয়ারম্যান ড. মোঃ আনিসুজ্জামানের। বশেমুরবিপ্রবি প্রেসক্লাবের ফেসবুক পেজ থেকে ফাঁসকৃত কল রেকর্ডকে কেন্দ্র করে যৌন হয়রানি ও মার্ক টেম্পারিং এর অভিযোগ উঠে কৃষি বিভাগের চেয়ারম্যান এর বিরুদ্ধে। এ বিষয়ে লিখিত অভিযোগ ও বিক্ষোভ মিছিলে উত্তাল ছিল বিশ্ববিদ্যালয়।

পরে সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন মহলের সমালোচনার প্রেক্ষিতে ওই শিক্ষককে চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার কৃষি বিভাগের সভাপতি এইচ এম আনিসুজ্জামান'কে অব্যাহতির বিষয়টি নিশ্চিত করেছেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোঃ মোরাদ হোসেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোঃ মোরাদ হোসেন বলেন,"ড. মোঃ আনিসুজ্জামান কে কৃষি বিভাগের সভাপতির পদ থেকে অব্যাহতি দিয়ে কৃষি অনুষদের ডিন ড. মোঃ মোজাহার আলীকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেয়া হয়েছ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।"

এ বিষয়ে কৃষি বিভাগের শিক্ষার্থী ইয়ামিন হোসেন বলেন, "সকল অন্যয়ের বিরুদ্ধে আমরা সোচ্চার। অপরাধ করে কেউ পার পাবে না। সঠিক বিচারের মাধ্যমে একটা দৃষ্টান্ত স্থাপন করা আমাদের লক্ষ্য।"

ফাঁস হওয়া কল রেকর্ডের লিংক: https://fb.watch/aLsY-HgDJQ/

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads