ক্যাম্পাস

জলসিঁড়ি'র নতুন নেতৃত্বে তাজরীন ও আকাশ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৫ জানুয়ারি, ২০২২

ফাইরুজ সাজিদা তাজরীনকে (৪৬ ব্যাচ) সাধারণ সম্পাদক ও আকাশ মন্ডলকে (৪৬ ব্যাচ) যুগ্ম সাধারণ সম্পাদক করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন ‘জলসিঁড়ি’র নতুন কমিটি গঠিত হয়েছে।

সোমবার (২৪ জানুয়ারি) সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক রাহাতুল ফেরদৌস রাত্রি প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে কমিটির অন্যানা সদস্যরা হলেন, সাদ্দাম হোসাইন রোহান (সাংগঠনিক সম্পাদক), রনি হায়দার তুর্য (সহ-সাংগঠনিক সম্পাদক), দুর্জয় বসাক(অর্থ সম্পাদক), রাহাতুল ফেরদৌস রাত্রি (প্রচার ও প্রকাশনা সম্পাদক), সাদিয়া জাহান মিম (দপ্তর ও গ্রন্থাগার সম্পাদক) এবং কার্যকরী সদস্য মনিরুজ্জামান মনির, হৃদয় কিশোর সৌরভ, ধীরাজ রায়, অর্পিতা চন্দ তিথি, মোঃ ফেরদৌস, নিশি মনি, মোঃ আল-আমিন, তুষার শিকদার, পূজা রায়, তৃপ্তি রাণী বর্মন, সুমিত্রা রায়, সিজেন সরকার।

এছাড়া কমিটির উপদেষ্টামন্ডলীতে আছেন খালেদ হোসাইন, কামরুজ্জামান মনির, সাকিরা সুলতানা মুক্তা, তমাল ফারজান এবং সভাপতিমন্ডলীতে আছেন আনিন্দিতা বিনতে আনোয়ার ও অমিত রায়।

প্রসঙ্গত, ‘আমরা শ্রম ও মেধায় বাবুই পাখির মত সৃষ্টিশীল হতে চাই'- এই স্লোগানকে ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অঙ্গনে জলসিঁড়ি তার যাত্রা শুরু করে ২০০২ সালের ২৫ সেপ্টেম্বর।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads