বিজ্ঞান ও প্রযুক্তি

চীনে চালু হচ্ছে নিয়ন্ত্রিত গুগল সার্চ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১৭ অক্টোবর, ২০১৮

চীনে গুগল সার্চ চালু হতে পারে, বেশ কিছু দিন ধরেই এমন খবর শোনা যাচ্ছিল। এবার বিষয়টি নিশ্চিত করলেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী সুন্দর পিচাই। ওয়্যারড ২৫ সামিটে দেওয়া বক্তৃতায় এ তথ্য দিয়েছেন তিনি।

সুন্দর পিচাই আরো জানিয়েছেন বেশ ভালোভাবেই চীনের জন্য সার্চ ইঞ্জিনটির কাজ চলছে। তিনি বলেন, ‘মনে হচ্ছে আমরা দেশটির ব্যবহারকারীদের ৯৯ ভাগ অনুসন্ধানেরই উত্তর দিতে পারব।’ চীন সরকারের সেন্সরশিপের বিষয়ে তিনি বলেন, ‘গুগলের লক্ষ্য হলো সবার কাছে তথ্য পৌঁছে দেওয়া। তবে এর জন্য প্রতিটি দেশের আইনও মেনে চলতে হয়। বিশ্বের মোট জনসংখ্যার ২০ ভাগই চীনে বাস করে। আর চীনে না থাকা মানে হলো বিপুল পরিমাণ সম্ভাবনাময় ব্যবহারকারী হারানো।’

সুন্দর পিচাই মনে করেন, কিছু ক্ষেত্রে চীনের ব্যবহারকারীদের কাছে যে তথ্য রয়েছে তার চেয়ে অনেক বেশি তথ্য দিতে পারবে গুগল।

এর আগে যুক্তরাষ্ট্রের সিনেটের কাছে ‘ড্রাগনফ্লাই’ নামক একটি গোপন প্রকল্পের বিষয়ে জানানো হলেও এ প্রকল্পের অধীনে কী তৈরি করা হচ্ছে সে বিষয়ে তিনি কোনো তথ্য প্রকাশ করতে অস্বীকৃতি জানান। পরবর্তী সময়ে কিছু প্রতিবেদন থেকে জানা যায়, ড্রাগনফ্লাই প্রকল্পের আওতায় চীনের জন্য সেন্সরড সার্চ ইঞ্জিন তৈরির কাজই করছে গুগল। ২০১৭ সাল থেকে এ প্রকল্প নিয়ে কাজ চলছে। সরকারি নিষেধাজ্ঞা রয়েছে, এমন সব ওয়েবসাইট সার্চ রেজাল্ট থেকে স্বয়ংক্রিয়ভাবে ব্লক করে রাখতে পারবে সার্চ ইঞ্জিনটি। কবে নাগাদ চীনের জন্য গুগল সার্চ চালু হবে সে বিষয়ে অবশ্য কিছু জানাননি সুন্দর পিচাই।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads