ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন বানচাল করতে ইতিহাসের চার বিশ্বাসঘাতক মীরজাফর, গোলাম আযম, মোশতাক ও জিয়ার প্রেতাত্মারা আবারো ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে ছাত্রলীগকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, বায়ান্নোর ভাষা আন্দোলন ও একাত্তরের মুক্তিযুদ্ধে ছাত্ররা যেমন ভূমিকা পালন করেছিল, তেমনি আগামী নির্বাচনে শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনতে ছাত্রলীগকে সব ষড়যন্ত্রের বিরুদ্ধে ভূমিকা রাখতে হবে। গতকাল শনিবার সকালে আওয়ামী লীগ কার্যালয়ে ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগ আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
শামসুর রহমান শরীফ বলেন, যখন কোনো সরকার ধারাবাহিকভাবে ক্ষমতায় থাকে, তখন দেশে উন্নয়ন হয়। বর্তমান সরকার আমলে সারা দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। ছাত্রলীগকে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র প্রতিটি ঘরে ঘরে তুলে ধরতে হবে। ছাত্রলীগ সভাপতি রাকিবুল হাসান রনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুমন দাসের সঞ্চালনায় বক্তব্য দেন পাবনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম, পৌর ছাত্রলীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম শাওন, কলেজ শাখার সভাপতি খোন্দকার আরমান হোসেন ও সাধারণ সম্পাদক ছাব্বির আহম্মেদ প্রমুখ।