চাকরির খোঁজে মিম মানতাসা

ছবি : সংগৃহীত

শোবিজ

চাকরির খোঁজে মিম মানতাসা

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১৯ মার্চ, ২০১৯

চাকরি দরকার মিম মানতাসার। সেজন্য বিভিন্ন জায়গায় চাকরির ইন্টারভিউ দিচ্ছেন লাক্স সুপারস্টার মিম মানতাসা। ফলাফল পরে ঘোষণা হবে। ‘এভাবেও ভালোবাসা হয়’ নামের একটি নাটকের শুটিংয়ে এরকম ঘটনাই আবর্তিত হয়েছে।

‘এভাবেও ভালোবাসা হয়’ নাটকে চাকরি ইন্টারভিউ প্রার্থীর চরিত্রে অভিনয় করছেন মিম মানতাসা। নাটকে তার চরিত্রের নাম জারা। উত্তরায় চলছে এর শুটিং। শুরু হয়েছে আজই। অঞ্জন আইচ পরিচালিত নাটকটিতে মিম মানতাসা ছাড়াও রয়েছেন আবদুন নূর সজলসহ অনেকেই। মানতাসা বলেন, ‘খুব সাদামাটা একটি চরিত্র জারা। আমার সঙ্গে আছেন সজল ভাই। গল্পটি বেশ রোমান্টিক। সবাই খুব আনন্দ নিয়ে শুটিং করছি।’

২০১৮ লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী নির্বাচিত হন মিম মানতাসা। এরপর নাটকে অভিনয়ের মাধ্যমে শুরু হয় তার মিডিয়ায় পথ চলা। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads