চাঁপাইনবাবগঞ্জের প্রাণ সোনা মসজিদ

সোনা মসজিদ

সংরক্ষিত ছবি

ফিচার

চাঁপাইনবাবগঞ্জের প্রাণ সোনা মসজিদ

  • ফারজানা ইয়াসমিন
  • প্রকাশিত ৩ জুন, ২০১৮

বাংলাদেশের উত্তর জনপদের জেলা চাঁপাইনবাবগঞ্জকে কখনো নবাবগঞ্জ আবার কখনো চাঁপাই নামেও ডাকা হয়। জেলার তিন দিকেই রয়েছে ভারতীয় সীমান্ত। পূর্বে রাজশাহী ও নওগাঁ জেলা। চাঁপাইনবাবগঞ্জের পূর্ব নাম ছিল নবাবগঞ্জ। কথিত আছে নবাব আলিবর্দী খাঁর আমলে এখানে নবাবদের চিত্তবিনোদন এবং শিকারের ব্যবস্থা ছিল। নবাবরা এখানে নিয়মিত আসতেন বলে এই স্থানের নাম হয় নবাবগঞ্জ। আবার নবাব আমলে মহেশপুর গ্রামে চম্পাবতী মতান্তরে ‘চম্পারানী বা চম্পাবাঈ’ নামে এক সুন্দরী বাঈজী বাস করতেন। তার নৃত্যের খ্যাতি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং তিনি নবাবের প্রিয়পাত্রী হয়ে ওঠেন। তার নামানুসারে এই জায়গার নাম ‘চাঁপাই’। দুই নাম যুক্ত হয়েই এ অঞ্চলের নাম হয়েছে ‘চাঁপাইনবাবগঞ্জ’।

ঐতিহাসিক এ জেলায় দেখার মতো অনেক স্থাপনা ও নিদর্শন রয়েছে। এসব স্থাপনার মধ্যে সোনা মসজিদ অন্যতম। চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে ৩৬ কিলোমিটার উত্তরে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নে অবস্থিত ঐতিহাসিক এবং স্থাপত্য শিল্পের অপূর্ব নিদর্শন এ মসজিদটি। চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে অটোতে করে সহজেই যাওয়া যায় সুলতানি স্থাপত্যের রত্ন হিসেবে খ্যাত ছোট সোনা মসজিদ এলাকায়। কালচে পাথরে নির্মিত এ মসজিদটির স্থাপত্যশিল্প বেশ আকর্ষণীয়। আয়তাকার এ মসজিদের দৈর্ঘ্য ২৫ মিটার ও প্রস্থ ১৬ মিটার। মসজিদটির পূর্ব দেয়ালে পাঁচটি এবং উত্তর ও দক্ষিণ দেয়ালে ছয়টি করে মোট ১১টি প্রবেশ পথ রয়েছে। এ ছাড়া এর পশ্চিম দেয়ালে রয়েছে কারুকার্যময় পাথরের তৈরি পাঁচটি মেহরাব। মসজিদের ছাদ গন্বুজ আকৃতির এবং এখানে মোট ১৫টি গম্বুজ আছে। এ গম্বুজগুলো একসময় সোনার পাত দিয়ে বাঁধানো ছিল বলে এ মসজিদের নামকরণ হয়েছে সোনা মসজিদ। যদিও কালের বিবর্তনে সোনায় বাঁধানো পাতের কোনো অস্তিত্ব এখন আর নেই। তবে সোনা মসজিদের মূল দেয়ালের নান্দনিক পাথরের অলঙ্করণ আজো সবাইকে মুগ্ধ করে। বাংলার স্বাধীন সুলতান আলাউদ্দিন হোসেন শাহের (১৪৯৩-১৫১৯) আমলে এ মসজিদটি নির্মাণ করা হয়। এখান থেকে প্রাপ্ত শীলালিপিতে উল্লেখ আছে, সুলতানের শাসনামলে ওয়ালি মোহাম্মদ নামে এক ব্যক্তি এই মসজিদ নির্মাণ করেছিলেন। মসজিদের পাশেই রয়েছে বিশালাকার একটি দীঘি এবং দীঘির পাড়ে নানা পণ্য দিয়ে সাজানো বেশ কয়েকটি দোকান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads