জীব ও পরিবেশ

চাঁপাইনবাবগঞ্জের পূর্ণভবা নদীতে হিংস্র কুমির

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৯ নভেম্বর, ২০২২

চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার পূর্ণভবা নদীতে হিংস্র কুমিরের উপস্থিতি লক্ষ্য করা গেছে। পূর্ণভবা নদীর নাদিরাবাদ ঘাটে কুমিরটি দেখা যায়। এ নিয়ে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা জানায়, গত সোমবার নদীতে কুমিরটি দেখা যায় পরবর্তীতে এলাকাবাসী প্রশাসনকে জানালে রাজশাহী বন বিভাগের বিশেষ দল কুমিরটি ধরতে অভিযান চালাচ্ছে।

খবরের সূত্রের, পশ্চিমবঙ্গের মালদা জেলার মঙ্গলবাড়ী ব্যারেজ থেকে জমির উদ্দিন নামে এক ব্যক্তি একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপলোড করে। সেই ভিডিওটিতে যে কুমিরটি দেখা গেছে, এ কুমিরটি ঠিক একই রকম। তাই ধারণা করা হচ্ছে এ কুমিরটি ভারত থেকে এসেছে। গোমস্তাপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মাহবুব ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আতঙ্কিত হওয়ার কিছু নেই, বন বিভাগের একটি দল কুমির ধরতে অভিযান চালাচ্ছে। 

 

বদিউজ্জামান রাজাবাবু 
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি 

 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads