চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নে শুক্রবার (১৮ নভেম্বর) রাত ১২. ১৫ মিনিটে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের নেতাসহ ৪ জনকে আটক করেছে
র্যাব ৫।
আটককৃতরা হলো, জেলার শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের নয়ালাভাঙ্গা গ্রামের মোঃ সাবজান আলীর ছেলে সুমন আলী, একই গ্রামের আব্দুর রহমানের ছেলে মোঃ শামীম, মোঃ আলমের ছেলে মোঃ হানিফ ও মোঃ মিয়ার উদ্দিনের ছেলে মোঃ রহমত আলী।
চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির জানান, বর্তমান উঠতি বয়সী ছেলেদের মধ্যে, চুরি, ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন ধরনের অপকর্মের সাথে নিজেদের জড়ানোর প্রবনতা দিন দিন ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। আর এ সমস্ত চুরি, ছিনতাই, চাঁদাবাজির অভিযোগ র্যাব ক্যাম্পে প্রতিদিনই আসছে।
যার প্রেক্ষিতে এসব অভিযোগ আমলে নিয়ে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ছায়া তদন্ত শুরু করে র্যাব। ছায়া তদন্তের সত্যতা হিসেবে র্যাব-৫ ক্যাম্পের একটি দল শুক্রবার দিবাগত রাত সোয়া ১২ টার সময় জেলার শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের নয়ালাভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনে জনৈক মোঃ মুকুলের পরিত্যাক্ত বাড়ীতে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের নেতাসহ ৪ সদস্যকে চাকু ও এন্টিকাটার বেডসহ আটক করে।
জিজ্ঞাসাদে র্যাবকে প্রাথমিকভাবে তারা জানায়, তারা ছিনতাই এর উদ্দেশ্যে চাকু, এন্টিকাটার বেডসহ একত্রিত হয়ে উক্ত স্থানে অবস্থান করছিল।
এ ব্যাপারে র্যাব ৫ এক প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে জানান এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা দায়েরের পর শনিবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে সোপর্দ করা হয়।
বদিউজ্জামান রাজাবাবু
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি