চাঁদপুর পৌরসভার ২০১৮-১৯ অর্থ বছরের রাজস্ব ও উন্নয়ন ৭৯ কোটি ১ লাখ ১৪২ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
চাঁদপুর প্রেসক্লাব ভবনের কমিউনিটি সেন্টারে গত বুধবার এ বাজেট ঘোষণা করেন পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ।
বাজেটে জলবায়ু পরিবর্তন ফান্ড (ইউজিআইআইপি-৩) থেকে প্রাপ্ত ৮ কোটি টাকা দিয়ে জলবদ্ধতা নিরসনসহ গুরুত্বপূর্ণ কাজের কথা বলা হয়েছে।
পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মো. মফিজ উদ্দিন হাওলাদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, স্বাধীনতা পদক প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, সনাক চাঁদপুর সভাপতি কাজী শাহাদাত।
অনুষ্ঠানে প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরাম চৌধুরী, শাহ্ মো. মাকছুদুল আলম, গোলাম কিবরিয়া জীবন, শহীদ পাটওয়ারী, বিএম হান্নান, শরীফ চৌধুরী, সাধারণ সম্পাদক মির্জা জাকির, চাঁদপুর ক্যাব সভাপতি জীবন কানাই চক্রবর্তী, চেম্বার অব কমার্সের সহ-সভাপতি তমাল কুমার ঘোষন, ন্যাপ জেলা সভাপতি আবুল কালাম পাটওয়ারী, পৌর আওয়ামী লীগ সভাপতি (ভারপ্রাপ্ত) রাধাগোবিন্দ গোষসহ সুধীমহল উপস্থিত ছিলেন।





