চাঁদপুরে সড়কে ট্রাক্টর চলাচল বন্ধ ও  স্কুল ছাত্র হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ট্রাক্টর চাপায় নিহত স্কুল ছাত্র আফিফের হত্যার বিচারের দাবিতে রোববার সকালে ফরিদগঞ্জের চন্দ্রায় শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

চাঁদপুরে সড়কে ট্রাক্টর চলাচল বন্ধ ও  স্কুল ছাত্র হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

  • চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ২৮ অক্টোবর, ২০১৮

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের সপ্তম শ্রেণীর ছাত্র সাইফুল ইসলাম আফিফের (১৩) হত্যার বিচার এবং সড়কে অবৈধ ট্রাক্টর চলাচল বন্ধের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় শিক্ষক ও  প্রতিষ্ঠানের বর্তমান ও সাবেক ছাত্রদের আহ্বানে অনুষ্ঠিত এ মানববন্ধনের সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ শাহ্ মো মকবুল আহমদ।

সাবেক ছাত্র ইমাম হোসেন ফরিদ পাটওয়ারীর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই ফরিদগঞ্জ উপজেলা শাখার আহবায়ক বারাকাত উল্লাহ পাটওয়ারী, শিক্ষক হরিপদ দত্ত, কামাল হোসেন,শংকর আচার্য্য, আক্তার হোসেন, মর্জিনা বেগম, নুরুনহাহার প্রমুখ।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে সড়কে নিষিদ্ধ ট্রাক্টর চলাচল বন্ধে প্রশাসনিক হস্তক্ষেপ এবং স্কুল ছাত্র আফিফের হত্যার বিচার দাবী করেন।

উল্লেখ্য, গত ২৩ অক্টোবর কোচিং শেষ করে  বাড়ী ফেরার পথে ট্রাক্টরের চাপায় সাইফুল ইসলাম আফিফ নিহত হয়।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads