আশরাফুলকে কিনে নিল চিটাগাং ভাইকিংস

মোহাম্মদ আশরাফুল

সংগৃহীত ছবি

ক্রিকেট

আশরাফুলকে কিনে নিল চিটাগাং ভাইকিংস

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ২৮ অক্টোবর, ২০১৮

মোহাম্মদ আশরাফুলকে নিয়ে তার ভক্তদের মধ্যে এখনো চলছে জল্পনা কল্পনা। জাতীয় দলে তাকে নেওয়া হবে কি হবে না বা হলেও কতটুকু উচিত তা নিয়েও চলছে বিতর্ক। এর মধ্যেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)এর আগামী আসরে খেলতে দেখা যাবে তাকে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসর বসছে আগামী বছরের জানুয়ারিতে। আজ রোববার ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্টের প্লেয়ার ড্রাফট চলছে। রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে ড্রাফট সিস্টেমে পর্যায়ক্রমে বিভিন্ন ক্যাটাগরির ক্রিকেটার দলে টানার সুযোগ পাবে ফ্র্যাঞ্চাইজিগুলো। প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠানে আশরাফুলকে কিনে নেয় চিটাগাং ভাইকিংস।

মোহাম্মদ আশরাফুলের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়েছে কিছুদিন আগেই। বিপিএলের পরবর্তী আসরে তাই তার খেলতে কোনো বাধা নেই। এবারের প্লেয়ার্স ড্রাফটে তাকে রাখা হয়েছিল 'বি' গ্রেড ক্যাটাগরিতে।

মোহাম্মদ আশরাফুল ২০১৩ সালে বিপিএলে ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকায় পাঁচ বছর নিষিদ্ধ হন। ২০১৬ সালে ঘরোয়া ক্রিকেটে খেলার অনুমতি পান। কিন্তু তখনও জাতীয় দল এবং ফ্রাঞ্চাইজিভিত্তিক লিগের দরজা বন্ধ ছিল তার জন্য। গত ১৩ আগস্ট সেই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয় আশরাফুলের।

এবারের আসরে চার জন করে ক্রিকেটার আগের মৌসুম থেকেই ধরে রেখেছে বিপিএলের দলগুলো। এ ছাড়া এই চার জনের বাইরে থেকে আরও দুজন করে বিদেশি খেলোয়াড়ের সঙ্গে চুক্তি করে রেখেছেন তারা।

সাতটি দলের অংশগ্রহণে আগামী জানুয়ারিতে মাঠে গড়াবে ঘরোয়া ক্রিকেটের এই জাকজমক টুর্নামেন্টটি। সাত দলের জন্য মোট সাতজন খেলোয়াড়কে আইকন করা হয়েছে।
রংপুর রাইডার্সের আইকন হিসেবে রয়েছেন মাশরাফি বিন মুর্তজা, ঢাকা ডায়নামাইটসের সাকিব আল হাসান, কুমিল্লা ভিক্টোরিয়ানসের আইকন তামিম ইকবাল, খুলনা টাইটানসের মাহমুদুল্লাহ রিয়াদ, রাজশাহী কিংসের মুস্তাফিজুর রহমান এবং সিলেট সিক্সার্সের আইকন লিটন দাস।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads