মো. মহিউদ্দিন আল-আজাদ, চাঁদপুর প্রতিনিধি ॥
চাঁদপুরে জেলা প্রশাসনের আয়োজনে শিক্ষার্থীদের চলমান আন্দোলন, দাবী পূরন, পরিস্থিতি নিয়ন্ত্রন এবং গণসচেতনা বিষয়ক অবহিতকরণ জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ আগষ্ট) সন্ধ্যায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে চাঁদপুর সদরসহ জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, পরিচালনা পর্ষদের সভাপতি, জেলার শিক্ষা বিষয়ক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দসহ জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে আলোচনা সভায় অংশ গ্রহণ করেন।
জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ডাঃ দীপু মনি এমপি।
দীপু মনি বলেন, নিরাপদ সড়ক বাস্তবায়ন হোক এটা সকলের দাবি। আমরাও চাই নিরাপদ সড়ক। শিক্ষার্থীদের চলমান যে আন্দোলন এবং তাদের দাবি পূরনের যৌক্তিকতা রয়েছে। যে ঘটনাটি ঘটেছে, সেটি প্রতিযোগিতা করতে গিয়ে একটি দূর্ঘটনা। চালকরা ঘন্টার পর ঘন্টা গাড়ি চালাচ্ছে, এতে করে তাদের মধ্যে প্রতিযোগিতা চলে আসে। আর তখনই দুর্ঘটনা ঘটে। কিছু মালিক ও চালক অতিরিক্ত মুনাফার জন্য সড়কে প্রতিযোগিতা সৃষ্টি করছে। আমাদেরকে সচেতন হতে হবে। অনেক শিক্ষর্থীরা রাস্তায় হেডফোন কানে লাগিয়ে চলছে। এর কারনেও ঘটছে দুর্ঘটনা। শিক্ষার্থীদের দাবী পুরনের জন্য সরকার চেষ্টা করছে।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে দীপু মনি বলেন, এ আন্দোলন যাতে অন্যকেউ ছিনিয়ে নিয়ে না যায়। এটা তোমাদের আন্দোলন। এর মধ্যে যাতে বাহিরের কেউ প্রবেশ করতে না পারে, সতর্ক থাকতে হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমানের পরিচালনায় বক্তব্য রাখেন পুলিশ সুপার শামসুন্নাহার, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহমুদ জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, সাধারণ সম্পাদক মির্জা জাকির, জেলা শিক্ষা অফিসার মো. সফি উদ্দিন, বিআরটিএর উপ-পরিচালক শেখ মো. ইমরান, চাঁদপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ অসিত বরন দাস, চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একে এম সাইফুল হক, হাজীগঞ্জ মডেল কলেজের অধ্যক্ষ ড. আলমগীর কবির পাটওয়ারী, ফরাক্কাবাদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. মোহাম্মদ হাসান খান।