চাঁদপুরে র‌্যাব-১১ এর সাংবাদিক সম্মেলন

র‌্যাব-১১ এর সাংবাদিক সম্মেলন

ছবি : বাংলাদেশের খবর

নির্বাচন

চাঁদপুরে র‌্যাব-১১ এর সাংবাদিক সম্মেলন

  • চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ২৮ ডিসেম্বর, ২০১৮

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচন কমিশন ও জনগণকে সহযোগিতা করার উদ্দেশ্যে চাঁদপুরে র‌্যাবের ১০টি প্লাটুন কাজ করে যাচ্ছে। আজ শুক্রবার বিকেলে শহরের ফয়সাল শফিং মার্কেটের সম্মুখে চাঁদপুরে দায়িত্ব প্রাপ্ত উপ-অধিনায়ক র‌্যাব-১১ এর কমান্ডার মেজর আশিক বিল্লাহ সাংবাদিক সম্মেলনে একথা বলেন।

তিনি বলেন, ‘আমরা চাঁদপুর জেলার ৫টি সংসদীয় আসনে নিয়মিত বাহিনীর সাথে সহযোগিতা করার লক্ষ্যে এবং সন্ত্রাস, জঙ্গীবাদ দমন ও অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। একই সাথে নির্বাচনে যাতে ভোটাররা নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে র‌্যাব কাজ করবে’।

র‌্যাবের অন্যান্য কর্মকর্তাগণসহ এ সময় চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, সাধারণ সম্পাদক মির্জা জাকির, সাবেক সভাপতি ইকরাম চৌধুরী, কাজী শাহাদাত, শাহ্ মো. মাকছুদুল আলম, গোলাম কিবরিয়া জীবন, শহীদ পাটওয়ারী, বিএম হান্নান, শরীফ চৌধুরী এবং স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads