চাঁদপুরে চুরি যাওয়া বিপুল গহণা কুমিল্লার চান্দিনা বাজারের একটি দোকান থেকে উদ্ধার করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ।
আজ শনিবার রাতে চান্দিনা বাজারের ভাই ভাই জুয়েলার্স এ অভিযান চালিয়ে ৫০ ভরি স্বর্ণ ও ২৩৮ ভরি রোপা উদ্ধার করা হয়।
চোরাই স্বর্ণ ক্রয় ও গচ্ছিত রাখার অভিযোগে দুইজনকে আটক করা হয়। আটককৃতরা হলো : অমল দেবনাথ ও ইসমাইল হোসেন। এদের দুই জনের কুমিল্লার চান্দিনা এলাকায়।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান রোববার দুপুরে সাংবাদিকদের জানান, গতবছরের ১৮ ডিসেম্বর চাঁদপুর শহরের মাদ্রাসা রোড এলাকার নিঝুম ভিলায় চুরি হয়। এ ঘটনায় ওই বাসার ভাড়াটিয়া সাইফুল ইসলাম বাদী হয়ে থানায় একটি অভিযোগ দেন।
ওই অভিযোগের ভিত্তিতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাতে শুরু করে। শনিবার বিকেলে প্রথমে ইসমাইল হোসেনকে ব্রাক্ষ্মণবাড়িয়ার কসবা থেকে আটক করা হয়। তার দেয়া তথ্যের সূত্রধরেই চান্দিনা বাজারে ভাই ভাই জুয়েলার্সে অভিযান চালানো হয়। সেখান থেকে অমলকে স্বর্ণালংকারসহ গ্রেফতার করা হয়।
অভিযানকালে গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি মোবাইল ও গ্রিল কাটার যন্ত্র উদ্ধার করা হয়।