বিদ্যুৎ সংযোগ পেল চাঁদপুরের মতলব উত্তর ও মতলন দক্ষিণ উপজেলার ৬৫ গ্রামের ৫ হাজার ১৮০ পরিবার। মতলবের দক্ষিণ উপজেলায় শনিবার এই বিদ্যুৎ সংযোগ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ত্রান মন্ত্রী দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার মো. আবু তাহের।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ওচমান গণি পাটওয়ারি, মতলব উত্তর উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আহমেদ, মতলব দক্ষিন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক সিরাজুর মোস্তফা তালুকদার, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল ইসলাম, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট রহুল আমিন, মতলব দক্ষিণ উপজেলা সভাপতি মুক্তিযোদ্ধা এইচ.এম. গিয়াস উদ্দিনসহ আওয়ামী লীগ এর বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী।
দুই উপজেলার ৮২.৯৪৮ কিলোমিটার বিদ্যুৎ লাইন নির্মাণ করা হয়েছে। এর মধ্যে মতলব দক্ষিন উপজেলায় ৩০.৭৮৮ কিলোমিটার এবং উত্তর উপজেলায় ৫২.১৬ কিলোমিটার। প্রায় ৮৩ কিলোমিটার নতুন লাইনে নির্মাণ ব্যয় হয়েছে ১২ কোটি ৪৪ লাখ ২৮ হাজার টাকা। অনুষ্ঠানে জানানো হয়, সেপ্টেম্বর মাসের মধ্যে দুই উপজেলায় শতভাগ বিদ্যুৎ সংযোগ সম্পন্ন হবে।