চলনবিলে আমন ধান কাটা শুরু

পাবনার চটমোহে আমন ধান কাটছে কৃষকরা

প্রতিনিধির পাঠানো ছবি

কৃষি অর্থনীতি

চলনবিলে আমন ধান কাটা শুরু

শ্রমিক সংকট

  • চাটমোহর (পাবনা) প্রতিনিধি
  • প্রকাশিত ৪ ডিসেম্বর, ২০১৯

পাবনার চাটমোহরসহ চলনবিলে পুরোদমে শুরু হয়েছে আমন ধান কাটা ও মাড়াইয়ের কাজ। পাওয়া যাচ্ছে না শ্রমিক। এর ফলে গ্রামীণ জনপদে দেখা দিয়েছে দিনমজুর শ্রমিকের সংকট। বর্তমানে শ্রমিক পাওয়ায় অনেক কষ্টকর হয়ে পড়েছে কৃষকের মাঝে। চাটমোহর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের জহুরুল ইসলাম, আবেদ আলী ও জালেশ্বর গ্রামের রফিকুল ইসলামসহ কয়েকজন জানান, এখন পুরোদমে ধান কাটা ও মাড়াইয়ের সময় চলছে। কিন্তু শ্রমিক না পাওয়ার কারণে ধান কাটা ও মাড়াইয়ের কাজ কিছুটা বিলম্ব হতে পারে বলে মন্তব্য করেছেন।

এ ব্যাপারে কয়েক জন দিনমজুরের সাথে কথা বলে জানা যায়, অনেক দিনমজুর অভাবের তাড়নায় মাস দুয়েক পূর্বে এলাকার বিত্তবানদের নিকট অগ্রিম টাকা নেওয়ার কারণে এখন তাদের কাজ করতে হচ্ছে। এ কারণে এ অঞ্চলে দিনমজুরের সংকট দেখা দিয়েছে। দিন দিন বাড়ছে শ্রমিকের চাহিদা। চলতি আমন মৌসুমে একজন নারী শ্রমিকে দৈনিক পারিশ্রমিক হিসেবে ২’শ ৫০ টাকা থেকে ৩’শ টাকা এবং একজন পুরুষ শ্রমিকের দৈনিক পারিশ্রমিক হিসেবে ৪’শ ৫০ টাকা থেকে ৫’শ টাকা পর্যন্ত।

কৃষকদের বেশি টাকা দেওয়ার পরও মিলছে না শ্রমিক। এর ফলে মধ্যবিত্ত কৃষকরা সঠিক সময়ে শ্রমিক না পাওয়ার কারণে হতাশা গ্রস্থ হয়ে পড়েছেন। অনেক কৃষক জানান, সঠিক সময়ে শ্রমিক না পেলে ধান কাটা ও মাড়াইয়ের কাজ পিছিয়ে যেতে পারে। এর ফলে মৌসুমী ফসল ও রসুন চাষাবাদ পিছিয়ে পড়ার আশংকা করা হচ্ছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads