সিরাজগঞ্জে মালবাহী ট্রেনের ইঞ্জিন বিকল

সিরাজগঞ্জে মালবাহী ট্রেনের ইঞ্জিন বিকল

প্রতিনিধির পাঠানো ছবি

যোগাযোগ

দেড় ঘণ্টা পর স্বাভাবিক

সিরাজগঞ্জে মালবাহী ট্রেনের ইঞ্জিন বিকল

  • সিরাজগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ৪ ডিসেম্বর, ২০১৯

সিরাজগঞ্জে মালবাহী ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে ঢাকার সাথে উত্তর-দক্ষিণাঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। দেড় ঘণ্টা পর বিকল্প ইঞ্জিন এসে ট্রেনটি সরিয়ে নেবার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

আজ বুধবার দুপুর সোয়া ১টার দিকে সিরাজগঞ্জ সদরের মুলিবাড়ী চেকপোস্ট এলাকায় এ ঘটনা ঘটে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার ইসমাইল হোসেন জানান, ঈশ্বরদী থেকে ভারতীয় পাথর বোঝাই ট্রেনটি বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড়ে পৌঁছানোর কথা ছিল। সেখান থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে মুলিবাড়ী চেকপোস্ট এলাকায় ট্রেনটি পৌঁছলে এর ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে ঢাকার সাথে উত্তর-দক্ষিণাঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। এঅবস্থায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড়ে পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনটি আটকা পড়েছিল।

সিরাজগঞ্জ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, দেড় ঘন্টা পর উদ্ধারকারী ট্রেন এসে বিকল ট্রেনটি সরিয়ে নেয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads