চলতি সপ্তাহে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
কোম্পানিগুলো হচ্ছে- সিটি জেনারেল ইন্স্যুরেন্স, এশিয়া ইন্স্যুরেন্স এবং ন্যাশনাল ব্যাংক।
সিটি জেনারেল ইন্স্যুরেন্স
বীমা খাতের এ কোম্পানির এজিএম আগামীকাল রোববার অনুষ্ঠিত হবে। বেলা ১১টায় রাজধানীর রাজধানীর দিলকুশার বিসিআইসি ভবনে এ এজিএম অনুষ্ঠিত হবে। কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০১৭ সমাপ্ত হিসাব বছরে ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।
এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেড
বীমা খাতের এ কোম্পানির এজিএম আগামী সোমবার অনুষ্ঠিত হবে। ওই দিন বেলা ১১টায় শাহবাগের ঢাকা ক্লাবে এ এজিএম অনুষ্ঠিত হবে। কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০১৭ সমাপ্ত হিসাব বছরে ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
ন্যাশনাল ব্যাংক লিমিটেড
ব্যাংক খাতের এ কোম্পানির এজিএম আগামী সোমবার অনুষ্ঠিত হবে। ওই দিন বেলা সাড়ে ১১টায় রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে এ এজিএম অনুষ্ঠিত হবে। ন্যাশনাল ব্যাংক ৩১ ডিসেম্বর ২০১৭ সমাপ্ত হিসাব বছরে ১২ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।