চট্টগ্রামে ধর্ষণের অভিযোগে সৎবাবা গ্রেফতার

চট্টগ্রামে ধর্ষণের অভিযোগে সৎবাবা গ্রেফতার

প্রতীকী ছবি

অপরাধ

চট্টগ্রামে ধর্ষণের অভিযোগে সৎবাবা গ্রেফতার

  • চট্টগ্রাম ব্যুরো
  • প্রকাশিত ৪ জুন, ২০১৮

নগরীর সদরঘাট থানার মোগলটুলী এলাকায় মো. মজিদ (৪৯) নামে এক ব্যক্তির বিরুদ্ধে তার স্ত্রীর আগের পক্ষের ১৬ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে গত শনিবার রাতে নগরীর কদমতলী এলাকা থেকে মজিদকে গ্রেফতার করে সদরঘাট থানা পুলিশ।

সদরঘাট থানার ওসি নেজাম উদ্দিন জানান, নির্যাতিত কিশোরীটির মা গৃহপরিচারিকা হিসেবে কাজ করেন। মায়ের অনুপস্থিতিতে গত বছরের ৯ ডিসেম্বর সকাল ৮টায় প্রথমবারের মতো তাকে ধর্ষণ করে সৎবাবা মজিদ। এরপর ওই কিশোরীকে বিষয়টি কাউকে না জানাতে হুমকি দেয় সে। এ ঘটনার পর আরো কয়েকবার মেয়েটিকে ধর্ষণ করে মজিদ। সর্বশেষ গত শুক্রবার সন্ধ্যায় ধর্ষণের পর ওই কিশোরী অসুস্থ হয়ে পড়ে। তার মা তাকে স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে গেলে তিনি জানান, মেয়েটি অন্তঃসত্ত্বা। এরপর মেয়ের কাছ থেকে সব ঘটনা শুনে সদরঘাট থানায় অভিযোগ দায়ের করেন ওই গৃহপরিচারিকা।

ওসি নেজাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মজিদ ওই কিশোরীকে ধর্ষণের কথা স্বীকার করেছে। গ্রেফতার মজিদের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামের গুলপাশা ইউনিয়নের সাবুকপাড়ায়। তার বাবার নাম আরজু মিয়া।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads