প্রতীকী ছবি

অপরাধ

মুক্তিযোদ্ধাকে উচ্ছেদ

চট্টগ্রামের ডিসি ও ওসির নামে মামলা

  • চট্টগ্রাম ব্যুরো
  • প্রকাশিত ৮ মে, ২০১৮

আদালতের আদেশ অমান্য করে মুক্তিযোদ্ধাকে জমি থেকে উচ্ছেদের অভিযোগে চট্টগ্রামের জেলা প্রশাসক, আকবর শাহ থানার ওসিসহ আটজনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। সোমবার চট্টগ্রামের দ্বিতীয় যুগ্ম জেলা জজ মোহাম্মদ আলীর আদালতে মামলাটি করেন মুক্তিযোদ্ধা জাকির হোসেন।

মামলার বিবাদীরা হলেন মো. ইছাক, হাফিজুর রহমান, মো. আলাউদ্দিন, জোহরা খাতুন, হাজেরা খাতুন প্রকাশ পাখিনী, লায়লা খাতুন, আকবর শাহ থানার ওসি মুহাম্মদ আলমগীর এবং সরকারের পক্ষে জেলা প্রশাসক।

মামলায় অভিযোগ করা হয়, ২০১৩ সালের ৩ এপ্রিল আকবর শাহ থানার উত্তর কাট্টলী এলাকায় নিজ জায়গার দখল পান জাকির। জায়গাটি আদালতের আদেশে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে বুঝিয়ে দেন। কিন্তু আলাউদ্দিন নামে স্থানীয় একজন জায়গাটির মালিকানা দাবি করে আপিল বিভাগে আবেদন করেন। আপিল বিভাগ ওই জায়গায় সব ধরনের কার্যক্রমে স্থগিতাদেশ জারি করেন। এর পরও ৮ এপ্রিল স্থানীয় থানার ওসির নির্দেশে এসআই আমির হোসেন বাদীর পরিবার ও ১৭টি ঘরের ভাড়াটিয়াকে বের করে দিয়ে জায়গা আলাউদ্দিনকে বুঝিয়ে দেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads