অস্কারের অপেক্ষার প্রহর অবশেষে শেষ হলো। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ২৪ ফেব্রুয়ারি রাতে (বাংলাদেশ সময় অনুযায়ী ২৫ ফেব্রুয়ারি ভোরে) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হলো ৯১তম একাডেমি অ্যাওয়ার্ডের চূড়ান্ত আসর। হলিউড ছবির জন্য সবচেয়ে তাৎপর্যপূর্ণ এই রাত নিয়ে সিনেমাপ্রেমীদের আগ্রহের কমতি ছিল না।
নানা কারণে এবারের অস্কার আসরটি ছিল তাৎপর্যপূর্ণ। দ্বিতীয়বারের মতো অস্কার আয়োজিত হলো সঞ্চালক ছাড়া। সেরা ছবির লড়াইয়ে প্রথমবার মনোনীত হয়েছে মার্ভেল কমিকস সিরিজের ছবি ‘ব্ল্যাক প্যান্থার’। সেরা অভিনেত্রীর লড়াইয়ে আছেন জনপ্রিয় গায়িকা লেডি গাগা। ‘সেরা জনপ্রিয় চলচ্চিত্র বিভাগ’ নামে একটি বিভাগ খুলে আবার সে সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ানোর মতো নানা ঘটনা ঘটেছে এবারের অস্কারে।
অস্কার অনুষ্ঠান লাইভ দেখা গেছে এবিসি ৭ চ্যানেলে। এবার কুইন ব্যান্ডের জমকালো পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় অস্কার আসর। এ ছাড়া বেট মিডলার, জেনিফার হাডসন, গিলিয়ান ওয়েলচ, ডেভিড রোলিংস, ব্র্যাডলি কুপার ও লেডি গাগা জমকালো পারফর্ম করেছেন।
প্রতিবারের মতো এবারো গভর্নরস বলরুমে খাবারের আয়োজন করা হয়েছিল। ছিল নানা চমক। প্রতিবারের মতো এবারো মাস্টার শেফ ওলফগ্যাং পাক পুরো খাবারের আয়োজনের দায়িত্ব পালন করেছেন। তার সঙ্গে ছিল তার বিশাল টিম। গত পঁচিশ বছর ধরে অস্কারের খাবারের আয়োজনের দায়িত্ব নিষ্ঠা ও সুনামের সঙ্গে পালন করে আসছেন তারা। এবার ছিল ৬০ পদের বেশি খাবার।