লিজার ‘প্রাণজুড়ে রেখেছি তোমায়’

ছবি : সংগৃহীত

শোবিজ

লিজার ‘প্রাণজুড়ে রেখেছি তোমায়’

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২৫ ফেব্রুয়ারি, ২০১৯

ফেব্রুয়ারি মাস বাংলাদেশিদের কাছে ভাষার মাস হিসেবেই স্বীকৃত। তাই এই ভাষার মাসের শেষ দিনেই এই সময়ের জনপ্রিয় সঙ্গীতশিল্পী লিজা তার একটি গানের মিউজিক ভিডিও দর্শক-শ্রোতাদের উপহার দিতে চাচ্ছেন। গানটি হচ্ছে ‘প্রাণজুড়ে রেখেছি তোমায়’। গানের কথা লিখেছেন জাহিদ আকর এবং সুর সঙ্গীত করেছেন আরিফিন রুমী।

লিজা জানান, এটি তার দ্বিতীয় একক অ্যালবাম ‘পাগলী সুরাইয়া’তে এর আগে তিনি আরিফিন রুমীর সঙ্গে গেয়েছিলেন। একই গান তিনি এবার এককভাবেই গেয়েছেন। ফাল্গুনের প্রথম দিনে গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন আবিদ হাসান। লিজার ইচ্ছা ছিল গানটি ভালোবাসা দিবস উপলক্ষে নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করতে। কিন্তু পরিকল্পনা অনুযায়ী গানটি সময়মতো প্রকাশ করতে পারেননি তিনি। আবার এদিকে চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে অনেক মানুষের মৃত্যুর কারণেও বেশ শোকাহত লিজা। তাই কয়েকটা দিন পিছিয়ে লিজা ভাষার মাসের শেষ দিনে তার ভালোবাসার গান ‘প্রাণজুড়ে রেখেছি তোমায়’ শ্রোতা-দর্শকের জন্য তার নিজস্ব ইউটিউব চ্যানেল ‘সানিয়া লিজা’য় প্রকাশ করবেন।

এ প্রসঙ্গে লিজা বলেন, ‘এর আগেও যখন রুমি ভাইয়ের সঙ্গে গানটি গেয়েছিলাম তখন শ্রোতাদের ভালো লেগেছিল। তাই শ্রোতাদের ভালো লাগার কথা বিবেচনা করেই আবারো গানটি আমি এককভাবে গাইলাম। আমার বিশ্বাস শ্রোতা-দর্শকের গানটি আবারো ভালো লাগায় পরিণত হবে। এই গানের মিউজিক ভিডিওটিও বেশ চমৎকার হয়েছে। সব মিলিয়েই গানটির নতুন পথচলা আশা করি নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।’

এদিকে গতকাল লিজা রংপুর থেকে স্টেজ শো শেষে ঢাকায় ফিরেছেন। আগামী ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত তিনি ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকবেন। ২৮ ফেব্রুয়ারি গানটি লিজা তার নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ করবেন। এদিকে গেল ২১ ফেব্রুয়ারি এনটিভিতে প্রচারিত ‘বাংলার গান’ অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেছেন লিজা। এ ছাড়া বিটিভির বিশেষ অনুষ্ঠানেও একুশে ফেব্রুয়ারিতে সঙ্গীত পরিবেশন করেন তিনি। এদিকে লিজা নকীব খানের সুর সঙ্গীতেও একটি গানের কাজ শেষ করেছেন। গানটি লিখেছেন ড. শোয়েব আহমেদ। গানের কথা হচ্ছে ‘ওগো পূর্ণিমা চাঁদ, আকাশে তোমায় দেখি’। এ ছাড়া রবিউল ইসলাম জীবনের কথায়, আকাশ সেনের সুরে এবং সাজিদ সরকারের সঙ্গীতায়োজনেও আরেকটি গানে কণ্ঠ দিয়েছেন লিজা। সবগুলো গানই একে একে প্রকাশ করবেন তিনি। লিজার প্রকাশিত সর্বশেষ গান ছিল ‘আসমানী’। এর কথা লিখেছিলেন এবং সুর সঙ্গীত করেছিলেন শফিক তুহিন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads