গোলাম মাওলা রনি

ছবি সংগৃহীত

অপরাধ

গোলাম মাওলা রনির ওপর হামলা, আবারও হামলার আশঙ্কা করছেন তিনি, আহত আবস্থায় বাড়িতে অবরুদ্ধ। এ্যাম্বুলেন্সের জন্য হাসপাতালে যেতে পারছেন না ।

  • আসিফ উল আলম সোহান
  • প্রকাশিত ২৮ ডিসেম্বর, ২০১৮

পটুয়াখালী-৩ (গলাচিপা ও দশমিনা) আসনের জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী গোলাম মাওলা রনির ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সন্ধ্যায় গলাচিপা উপজেলায় উলানিয়া গ্রামে এই হামলা হয় বলে অভিযোগ করেছেন রনি নিজেই।

গোলাম মাওলা রনি মুঠোফোনে বাংলাদেশের খবর কে বলেন, সন্ধ্যায় উলানিয়া এলাকায় বাড়ির পাশে মসজিদ থেকে মাগরিবের নামাজ পড়ে আসার সময় দুষ্কৃতকারীরা তাঁর ওপর হামলা চালায়। এতে তিনি নিজে ও তাঁর দুই কর্মী আহত হয়েছেন। দুষ্কৃতকারীদের ভয়ে তিনি হাসপাতালে যেতে পারছেন না বলেও দাবি করেন রনি। তিনি বলেন, ‘বিষয়টি টেলিফোনে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তাকে জানিয়েছি। তবে রনি মুঠোফোনে বাংলাদেশের খবরকে বলেন 'আমি আহত হয়ে বাড়িতে  অবরুদ্ধ অবস্থায় আছি, ভয় পাচ্ছি আবারও হামলা হতে পারে।ব্যাক্তিগত গাড়ি নিয়ে হাসপাতালে যেতে ভয় পাচ্ছি, আবারও হামলা হতে পারে। আমি ডিসি সাহেব ও টিএনও সাহেবকে একটা এ্যাম্বুলেন্স পাঠাতে অনুরোধ করেছি , কিন্তু কোন সহযোগিতা এখনও আসেনি। এলাকাটি একটু দুর্গম হবার কারনে এ্যাম্বুলেন্স পৌছাতে হয়তো সময় লাগছে।  আমি আহত আমার ব্লাড প্রেশার অনেক লো হয়ে গেছে আমি ঠিকমত কথাও বলতে পারছিনা।'

এ সময় রনি আবারও তার উপর হামলা হতে পারে বলে আশংকা প্রকাশ করেন ।

এ বিষয়ে জানতে চাইলে পটুয়াখালী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা বলেন ‘আমি  রনি সাহেবের টেলিফোন পেয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও পুলিশকে এ বিষয়ে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছি। '

তবে শেষ খবর পাওয়া পর্যন্ত (রাত ৯:৩০ মিনিট) রনি মুঠোফোনে কথাহলে তিনি জানান  কোন পুলিশ বা এ্যাম্বুলেন্স এখনও সহযোগিতার জন্য সেখানে পৌছায়নি ।

উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গত ১৫ দিনেরও বেশি সময় ধরে গলাচিপা উপজেলার উলানিয়ায় নিজের বাড়িতে আছেন বিএনপি প্রার্থী গোলাম মাওলা রনি। তবে নির্বাচনি প্রচারে তাঁকে দেখা যায়নি। রনির দাবি, তিনি ‘গৃহবন্দী’ অবস্থায় আছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads