ব্যারিস্টার মওদুদ আহমেদকে বিএনপি থেকে বহিস্কার : আন্দালিব রহমান পার্থ'র ফেসবুকে প্রেস বিজ্ঞপ্তি।
২৯ ডিসেম্বর শনিবার রাতে আন্দালিব রহমান পার্থ'র ফেসবুক আইডি থেকে জাতিয়তাবাদী দল (বিএনপির) দলীয় প্যাডে দলটির মহাসচীব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাক্ষরিত মওদুদ আহমেদ কে বহিস্কার সংক্রান্ত একটি প্রেস বিজ্ঞপ্তি পোস্ট করা হয়েছে। যেখানে লিখা আছে সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিবকে নিয়ে নির্লজ্জ মিথ্যাচারের কারনে ব্যারিস্টার মওদুদ আহমেদ কে দল থেকে বহিস্কার করা হল।
প্রেস বিজ্ঞপ্তি
"বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র কেন্থীয় কার্যনির্বাহী কমিটির এক জরুরী সত্য গৃহীত সিদ্ধান্ত মোতাবেক সকলের অবগতির জন্য জানানো হাচ্ছে যে, ব্যারিস্টার মওদুদ আহমেদ সিনিয়র ভাইস চেয়ারয্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে নির্লজ্জ মিখ্যচারে লিপ্ত হওয়ার অভিযোগের পর তা সব্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে যা দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের স্বার্থবিয়োধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার সুস্পষ্ট প্রমাণ হিসেবে প্রতিয়মান হয় ৷ এমতাবস্থায় দলীয় গঠনতন্ত্র মোতাবেক ব্যারিস্টার মওদুদ আহমেদকে বাংলাদেশ জাতীয়তাবাগী দল - বিএনপি'র সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হল।
দলীয় নেতাকর্মীদেরকে এই মুহুর্ত থেকে তার সঙ্গে কোনো প্রকার যোগাযোগ থেকে বিরত থাকতে অনুরোধ করা হল৷
সাক্ষর
(মির্জা ফখরুল ইসলাম আলমগীর) মহাসচিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি
উল্লেখ্য কিছুদিন আগে আন্দালিব রহমান পার্থ সাংবাদিকদের জানিয়েছিলেন যে তার (Andaleeve Rahman) নামে link: https://www.facebook.com/andaleeve.rahman.1 ফেসবুক আইডি টিতে তিনি এখন আর ঢুকতে পারছেন না, তার আইডিটি হ্যাকড্ হয়েছে।
বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এবার ধানের শীষ প্রতীক নিয়ে ঢাকা ১৭ আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই আসনে তার প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগের প্রার্থী নায়ক ফারক।
আন্দালিব রহমান পার্থ'র ফেসবুক লিঙ্ক
https://www.facebook.com/andaleeve.rahman.1