গোদাগাড়ী পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীদের কর্মবিরতি পালন

গোদাগাড়ী পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা কর্মবিরতি পালন করেছে।

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতা ও পেনশনের দাবী

গোদাগাড়ী পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীদের কর্মবিরতি পালন

  • প্রকাশিত ১ জুলাই, ২০১৯

গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি:

রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতা ও পেনশনের দাবীতে গোদাগাড়ী পৌরসভা কর্মকর্তা ও কর্মচারীরা কর্মবিরতি পালন করেছে। বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন একযোগে সরাদেশে ৪৮ ঘন্টার আপন আপন পৌরসভার সামনে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করছে।

আজ সোমবার সকাল ৯ টা হতে বিকেল ৫ টা পর্যন্ত পৌরসভার সকল সেবা বন্ধ রেখে অবস্থান ধর্মঘট পালন করেছে।

তাদের দাবি পৌরসভা স্বায়িত্ব শাসিত হওয়ায় বেতন ভাতা সময় মত পাই না। এতে আমাদের মানবেতর জীবন যাপন করতে হয়। তাই সরকারের প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে সরকারী কোষাগার হতে বেতন ভাতা ও পেনশন চালুর দাবি করেন।

গোদাগাড়ী পৌরসভা সার্ভিস সমিতির সভাপতি খায়রুল ইসলাম বলেন, আমাদের দাবি সরকার কে মানতে হবে। বহুদিন হতে আমরা কষ্টে জীবন যাপন করে আসছি। আমাদের দাবি না মানলে বৃহস্তর কর্মসূচি দিবো এবং আগামি ১৪ জুলাই ঢাকা শহিদ মিনার ও প্রেসক্লাবের সামনে অবস্থায় নিবো বলে জানান।

এদিকে হঠাৎ করেই পৌরসভার সকল কর্মকর্তা কর্মচারীরা কর্মবিরতি পালন করায় পৌরসভায় সেবা নিতে আসা পৌর নাগরিকদের সেবা না পেয়ে ফেরত যেতে দেখা গেছে

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads